খালেদার হরতাল , খালেদার ঘুম , খালেদার সফর !!
লিখেছেন লিখেছেন মোনের কোঠা ২৮ এপ্রিল, ২০১৩, ০১:০১:৫৫ রাত
খালেদার হরতাল , খালেদার ঘুম , খালেদার সফর !!
"আমার শান্তির ঘুম ভাঙ্গাইলো কেরে ? মড়ার গার্মেন্টস রে " ! হ্যা , এটি কোনো গানের কলি নয় , রানা প্লাজা ধ্বসে সাভারে যখন গার্মেন্টস কর্মীরা অসহায়ের মতো মারা যাচ্ছিলো , তখন বিএনপির ডাকা হরতাল প্রত্যাহার করতে খালেদা জিয়ার অনুমতি নিতে গেলে নেতারা এই বিরম্বনায় পরে ! ঘুম পিপাসু খালেদাকে ঘুম থেকে উঠাতে কয়েক ঘন্টা চলে যায় হরতাল প্রত্যাহার করতে , আর তাতে উদ্ধার কাজে ব্যাঘাত ঘটে প্রচুর এবং এর ফলে প্রাণ হানি ও হয় অনেক ! শুধু তাই নয় , খালেদা জিয়া সদলবলে উদ্ধার কাজ পরিদর্শনে গেলে উদ্ধার তত্পরতা কয়েক ঘন্টা বন্ধ রাখতে হয় তার নিরাপত্তা দিতে , আর তাতে ও আরো প্রাণহানি ঘটে ! উদ্ধার কাজে যেয়ে স্বামীর মত কোদাল দিয়ে কিছুটা তত্পরতা দেখালেও "সাভার সফর" কিছুটা সফল হতো , কিন্তু তা না করে তিনি ফটো সেশনে ছিলেন ব্যস্ত ! আর ভাঙ্গা রেকর্ডের মতো বলে গেলেন এটা সরকারের ছত্রছায়ায় হয়েছে ! হায়রে লাশ নিয়ে রাজনীতি আর কাকে বলে ? এই রানা প্লাজার মালিক ২০০৬ সালে যুবদলের ক্যডার হিসাবে এই প্লাজা তৈরী করার অনুমতি পান , তাই তত্কালীন বিএনপি সরকার দায়ী এই বিল্ডিং ধ্বসের জন্য !
এদিকে সবাই যখন নিহতদের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করছে , তখন পবিত্র ইসলাম ধর্মের ধ্বজাধারী হেফাজতে ইসলাম এটাকে আল্লাহর গজব বলে পরিহাস করছে ! আর তারা বলবেই না কেনো ? গার্মেন্টস কর্মী বিশেষ করে মহিলা কর্মীদের উপর হেফাজতিদের একটা চাপা আক্রোশ রয়েছে কেননা মহিলা কর্মীরা তাদের নারী বিদ্বেষী আইনের বিরোধিতা করে শাপলা চত্তরে বিশাল সমাবেশের ঘোষণা দিয়েছিলো ২৭ এপ্রিল ৷ বলা যায় না হয়তো নারীদের সেই মহাসম্মেলন কে ভন্ডুল করতে এটা বিএনপি-জামাত-হেফাজতিদের কোনো ষড়যন্ত্র হতে পারে !
বিষয়: রাজনীতি
১৫৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন