আমার সাধ না মিটিলো , আশা না ফুরিলো !!!!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ১৪ এপ্রিল, ২০১৩, ১২:৩৮:১৯ রাত

আমার সাধ না মিটিলো , আশা না ফুরিলো !!!!

আমার সাধ না মিটিলো আশা না ফুরিলো , সকলি ফুরিয়ে যায় মা -- সেই বিখ্যাত গানের কলি হলেও আজকাল তারেক জিয়ার কন্ঠে অনবরত এটি শোনা যায় ! আর তারেকের ই বা দোষ কি ! মায়ের কথায় কত আশা নিয়ে এত বছর পর সপরিবারে ওমরাহ করতে এসেছিলেন কিন্তু ওমরাহ করার আড়ালে যেই ষড়যন্ত্রটি ছিলো তা সফল না হওয়ায় -- তারেকের "আজ সকলি ফুরিয়ে যায় মা" এর মত অবস্থা হয়েছে ! দুর্নিতীর মামলা থেকে নিজের ছেলেদের এবং ফাঁসির রায় থেকে যুদ্ধাপরাধীদের বাঁচাতে খালেদা জিয়া আদা-জ্বল খেয়ে মাঠে নেমেছেন বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকেই ৷ বিডিআর বিদ্রোহ দিয়ে শুরু করে , গিনিজ বুকের রেকর্ড ভঙ্গকারী কত ষড়যন্ত্রই না তিনি করেছেন কিন্তু "শকুনের দোআয় গরু মরে না " র মত কোনটি ই সফল হয়নি আজ পর্যন্ত ! তাই ফ্লপ ছবির নায়িকার মত খালেদা দিশেহারা হয়ে সরকারকে চূড়ান্ত আঘাত হানার জন্য গেলেন সিঙ্গাপুর , সাথে নিয়ে এলেন কারি কারি টাকা আর দেশকে অকার্যকর করার গভীর এক ষড়যন্ত্র ! সেই ষড়যন্ত্রের অংশ হিসাবেই তার একান্ত অনুগত তল্পিবাহক মাহমুদুর রহমানকে দিয়ে তথাকথিত ধর্মীয় বিপ্লবের নামে "হেফাজতে ইসলাম" এর ব্যনারে নতুন একটি দল মাঠে নামালেন ৷ নতুন হলেও আদলে দলটি কিন্তু জামাতের "বি টিম " হিসাবে কর্মকান্ড চালাতে থাকে ! সরকার পতনের লক্ষে "কোটি টাকার লং মার্চ" এর জন্য হেফাজতের মাধ্যমে দেশের কওমী মাদ্রাসা থেকে কয়েক লক্ষ্য লোক মহাসম্মেলনের নামে শাপলা চত্তরে জমায়েত করা হলো ! লং মার্চ কারীরা খালেদা জিয়াকে কথা দিয়েছিল "ইসলামী মঞ্চ" তৈরী করে সরকার পতন না হওয়া পর্যন্ত শাপলা চত্বরেই থাকবেন আর খালেদা ও তার গুণধর পুত্রকে কথা দিয়েছিলেন তাকে বীরের বেশে দেশে ফিরিয়ে আনার ! সেই মোতাবেক তারেক জিয়া তার "হওয়া ভবনের " সাথীদের নিয়ে ওমরাহ করে পবিত্র হয়ে তৈরী ছিলেন ! ভেবেছিলেন '৭৫ এর মত বিপ্লব ঘটিয়ে পেছনের দরজা দিয়ে "মা-বেটা " দুজনেই আবার ক্ষমতায় আসবেন ! কিন্তু "রাখে আল্লাহ , মারে কে " এর মত সরকারের কোনো পতন হয়নি , তাই তারেক জিয়া "গাছে কাঠাল গোফে তেল " এর মত অভিজ্ঞতা নিয়ে বিফল মনোরথে লন্ডন ফিরে গেলেন আর করুন সুরে গাইতে থাকলেন "আমার সাধ না মিটিলো , আশা না ফুরিলো , সকলি ফুরায়ে যায় মা " !!

বিষয়: রাজনীতি

১৪৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File