"নারী জাগরণ" ব্যনারে নারীদের মহা-সম্মেলন চাই !!

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৯ এপ্রিল, ২০১৩, ১০:৩২:২৮ রাত

"নারী জাগরণ" ব্যনারে নারীদের মহা-সম্মেলন চাই !!

তথাকথিত ইসলামী আন্দোলনের নামে নারীদের ঘরবন্দী করে বাংলাদেশকে একটি তালেবানি রাষ্ট্রে পরিনত করার যে গভীর ষড়যন্ত্র চলছে সে ব্যপারে কোনো সন্দেহ নাই ! অল্প শিক্ষিত মোল্লারা দেশকে মধ্যযুগের অন্ধকারে নিয়ে যাওয়ার পায়তারা করছে ! সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উত্স হলো গার্মেন্টস শিল্প আর এই শিল্পের মূল চালিকা শক্তি হলো নারী শ্রমিক ! জামাত-বিএনপির ছত্রছায়ায় হেফাজতের মহাসম্মেলনে কওমী মাদ্রাসার লোকজনই ছিলো সিংহভাগ আর মাদ্রাসাগুলো চলে সরকারী অনুদানে , আর এই অনুদানের বিরাট অংশ আসে গার্মেন্টস শিল্প থেকে ! অর্থাত নারীদের "হাড় -খাটুনির" পয়সা দিয়ে যেই মোল্লারা মাদ্রাসা চালায় আর তারাই কিনা নারীদের ঘর-বন্দী করে রাখতে চায় ? খালেদা জিয়ার পাশে বসতে তাদের কোনো আপত্তি নেই , বরং পাশে বসতে আরাম বোধ করেন ! জামাতের তাত্ত্বিক নেতা মওদুদী যখন নবী করিম (স : ) কে কটুক্তি করে তখন তিনি নাস্তিক হন না , খালেদা যখন পর পুরুষের সাথে বছরের পর বছর উমরাহ করে তখন সেটা হেফাজতের চোখে আর "গোমরাহ" হয় না ! আসলে '৭১ এর যুদ্ধাপরাধীদের বাঁচাতেই জামাতিদের টাকা খেয়ে হেফাজতিরা আজ মাঠে নেমেছে , মনে করেছে লক্ষাধিক লোকের সমাগম করে সব কিছু উল্টিয়ে দিবে ! এ দেশের নারীদের আজ সময় হয়েছে কাঠ-মোল্লাদের উচিত শিক্ষা দেওয়া ৷ "নারী জাগরণ" নামে শাপলা চত্তরে ওদের চেয়ে দিগুন সংখ্যার নারী সমাবেশ করে ওদের উচিত শিক্ষা দিতে হবে ! তা হলেই বিএনপি-জামাত-হেফাজতিরা বুঝবে "কত ধানে কত চাল" !

আর সরকারের উচিত "মৌলবাদী উত্পাদনের কারখানা" কওমী মাদ্রাসার জন্য অনুদান কমিয়ে মাদ্রাসাগুলোর সংখ্যা কমিয়ে আনা হোক , সেই সাথে মাদ্রাসাগুলোকে আধুনিক শিক্ষায় উন্নত করা হোক ৷

বিষয়: রাজনীতি

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File