রিজভীর দায়িত্ব সারবেন সালাউদ্দিন
লিখেছেন লিখেছেন চিতকার ১৩ মার্চ, ২০১৩, ১২:৩৩:৫৪ রাত
বাংলানিউজটোয়েন্টিফোর. ঢাকা: বিএনপি’র দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ যত দিন আটক থাকবেন তার দাপ্তরিক কাজগুলো করবেন আরেক যুগ্ম-মহাসচিব সালাউদ্দিন আহমেদ।
মঙ্গলবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে অন্য নেতাকর্মীদের সঙ্গে রিজভীও আটক হন। তাই দলের দাপ্তরিক কাজগুলো পালন করতে যোগ্য ব্যক্তির প্রয়োজনীয়তা দেখা দেয়।
দলীয় সূত্রে জানা যায়, নীতি নির্ধারণী পর্যায় থেকেই সালাউদ্দিনের নামটি উঠে আসে।
এ বিষয়ে সালাউদ্দিন আহমেদের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘‘মহাসচিবের কাজে সাহায্য করা আমাদের সব যুগ্ম-মহাসচিবের দায়িত্ব। এখন রিজভী নেই। তার দায়িত্বগুলো তাই আমরা যতোটুকু পারি নিজেদের কাজের সঙ্গে সেরে দেব।’’
এখন থেকে রিজভী যতোদিন আটক থাকবেন ততোদিন নিয়মিত কেন্দ্রীয় কার্যালয়েও সালাউদ্দিনকে আসতে হবে বলে জানান তিনি।
রিজভীর তুলনায় দলে সিনিয়র নেতা সালাউদ্দিন।
তিনি বলেন, ‘‘রিজভীর সিনিয়র হলেও তার কাজগুলোর দক্ষতায় আমি মুগ্ধ হই। তার অবর্তমানে কাজগুলো করে দিতে বলায় তাই আমি রাজি হয়েছি।’’
তিনি বলেন, ‘‘রিজভীর অভাবে মহাসচিবের কাজে ব্যাঘাত ঘটার আশঙ্কা থেকে যায়- বলেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।’’
মঙ্গলবার হরতালে নয়াপল্টনে কার্যালয়ের তালাবদ্ধ ফটকে দাঁড়িয়ে সকাল থেকেই দলের পক্ষে সাংবাদিকদের ব্রিফ করেন এই নেতা। সারাদিন শেষে সন্ধ্যায় তিনি কার্যালয় ত্যাগ করেন।
বিষয়: বিবিধ
১০৯৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন