আমি ফাইসা গেছি মাইনকার চিপায়: ডা. কামাল

লিখেছেন লিখেছেন চিতকার ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৩২:৪০ দুপুর

যুক্তরাজ্যের পর রাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিলাতি দীপু মনি বেগম সাইদা হোসেন ওয়ারছির কাছ থেকে সবুজ সংকেত পেয়ে শাহবাগে উপস্থিত হয়েছেন বাংলার সংবিধানের পিতা কামাল হোসেন আতাসংবিধান।



তোমাদের পাশে এসে বিপদের সাথী হতে আজকের চেস্টা আমার: কামাল

আজ শাহবাগে হাজির হয়ে নিজেই নিজেকে এ খেতাব দেন সংবিধান প্রনেতা ডা. কামাল।

গন জাগরনের সংগে একাত্ততা ঘোষনা করে কামাল আতাসংবিধান বলেন, কামাল পাশা ছিলেন তুর্কি জাতির পিতা। আর আমি বাংলা সংবিধানের পিতা। তাই আজ হতে আমি কামাল আতাসংবিধান

আবেগঘন কণ্ঠে কামাল বলেন, দুই সপ্তাহ অনেক টেনশনে ছিলাম। কিন্তু ভাগ্য ভাল কেউ আমায় ডাকে নাই। লোকে ইউনূসকে ডেকেছে, আবদুল্লাহ আবু সায়ীদকে ডেকেছে, কিন্তু আমায় আর ডাকে নাই।

তরুনদের সমর্থন জানিয়ে কামাল হোসেন বলেন, বিলাতের মন্ত্রী ওয়ারছি বলল, মিষ্টার কামাল, ইউ গো শাহবাগ। ডিভাইড এন্ড রুল। কমান্ড এন্ড কংকার। আমি তাই হাঞ্জা বেলায় জলদি জলদি ভাত খেয়ে চলে আসছি। ইনশা আল্লাহ এমন উকিলের পেচ খাটাব, শাহবাগ উত্তর শাহবাগ ও দক্ষিন শাহবাগে ভাগ হয়ে যাবে।

কাদের মোল্লার ফাসি চান কি না, এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, আমার সংগে এসেছেন বিকল্প ধারার মেজর মান্নান, যিনি মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী বাহিনীর হয়ে লড়াই করেছেন। এইসব প্রশ্ন আমায় করবেন না।

বিষয়: বিবিধ

১৫০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File