বিএনপি এমন একটা ভাব নিচ্ছে ধরি মাছ না ছুই পানি

লিখেছেন লিখেছেন চিতকার ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:২৩:৪৮ দুপুর

জামায়াতকে পানিতে ফেলে তারা ডাঙায় গিয়ে উঠেছ। বিএনপির সঙ্গে বিভিন্ন আন্দোলণ সংগ্রামে ওতপ্রতভাবে জড়িত জামায়াত। সম্প্রতি শাহাবাগে আন্দোলণ শুরু হবার পর বিএনপি প্রথমে সেটার সরকারের ঘটানো বলেছিল। কিন্তু তার পর দিন তারা মন্তব্য পাল্টে শাহাবাগের আন্দোলণকে সমর্থন দিল। এছাড়া তারা আপাতত জামায়াতকে নিয়ে কোন মিটিং করবে না বলে জানিয়েছে। স্বার্থের কাছে সম্পর্ক আছ বড়ই আসহায়। জামায়াতকে যারা এতদিন আন্দোলনের ঢাল হিসাবে ব্যবহার করল আজ তাদের হাল দেখে বিএনপি মুখ ঢেকে মুচকি হাসছে। হয়ত তারা জামায়াতি ইসলামকে বোঝাবে আপাতত তোমাদের সাথে নিলে বিপদ আছে কিন্তু সত্য বলে একটা ব্যাপার আছে। জাতীয় পার্টি যেমন সরকার থেকে দুরে সরে যাচ্ছে একা নির্বাচন করবে বলে ঘোষনা দিয়েছে সেখানে জামায়াতের ভয় কিসের? তাদেরতো দেশের সব থেকে মজবুত সংগঠন, আর্থিক দিক দিয়েও অন্য দলের থেকে তারা শক্ত। তাহলে কেন তারা বিএনপির ঢাক হবে? পাঠক বিবেচনা করবেন।

বিষয়: রাজনীতি

১০৭১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File