কামরাঙ্গীরচরে মাদরাসায় আ’লীগের হামলা॥ পুলিশের গুলিতে নিহত ১
লিখেছেন লিখেছেন চিতকার ০৫ এপ্রিল, ২০১৩, ০৮:০৫:৩১ রাত
রাজধানীর কামরাঙ্গীরচরে একটি মাদরাসায় আজ সন্ধ্যায় আওয়ামী লীগের হামলার জের ধরে দলটির এক কর্মী নিহত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, হামলাকারীদের প্রতিরোধ করার লক্ষ্যে পুলিশ গুলি ছুড়লে আওয়ামী লীগের ওই কর্মী নিহত হয়। তার নাম শহিদুল ইসলাম (৪৫)। এছাড়া আরো অন্তত ১০ জন আহত হয়েছে।
আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হেফাজতে ইসলামী বাংলাদেশের লংমার্চের প্রতি সমর্থন জানিয়ে নূরিয়া মাদরাসার ছাত্ররা ৫টার দিকে একটি মিছিল বের করলে ক্ষমতাসীন আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা তাদের ওপর হামলা চালায়। ছাত্ররাও তাদের প্রতিরোধ করার চেষ্টা করে। এসময় সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংষর্ঘ বন্ধ করতে পুলিশ একপর্যায়ে গুলিবর্ষণ করে। এ সময় গুলিবিদ্ধ শহিদ মারা যায়। সন্ধ্যা ৬টার দিকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয় বলে একটি সূত্র জানিয়েছে।
বিষয়: বিবিধ
১১৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন