হাদিসটি সঠিক কি না, জানতে চাই
লিখেছেন লিখেছেন মাহমুদ চৌধুরী ৩০ মার্চ, ২০১৪, ০৪:২৪:২১ বিকাল
সালাতের বৈশিষ্ট্যসমূহ ::
সহিহ বুখারী :: খন্ড ১ :: অধ্যায় ১২ :: হাদিস ৭০৩
মুহাম্মদ ইবনে মুকাতিল (রঃ) .... আবদুল্লাহ্ ইবনে উমর (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্ (সাঃ) কে দেখেছি, তিনি যখন সালাতের জন্য দাঁড়াতেন তখন উভয় হাত কাঁধ বরাবর উঠাতেন। এবং যখন তিনি রুকূ’র জন্য তাকবীর বলতেন তখনও এরুপ করতেন। আবার যখন রূকূ’ থেকে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন এবং ‘সামিআল্লাহুলিমান হামিদা’ বলতেন। তবে সিজদার সময় এরূপ করতেন না।
বিষয়: বিবিধ
১৪৪৪ বার পঠিত, ২০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মাশাআল্লাহ...
জীবনেও শুনি নাই কিংবা পড়ি নাই।
ব্যস্ততার কারণে সকলের মন্তব্যের জবাব দিতে পারছি না বলে অত্যন্ত দুঃখিত; কিন্তু সকলের মন্তব্য-ই আমি দেখেছি। অনেক ভাল লেগেছে, সবাইকে ধন্যবাদ।
আল্লাহ সবাইকে হক বুঝার তৌফিক দিন ।
সুতরাং যাদের কাছে শরিয়তের প্রাতিষ্ঠানিক জ্ঞান নেই তারা মাসাইল জানার জন্য ফিক্বাহ এর কিতাব পড়াটাই সর্বোত্তম।
মন্তব্য করতে লগইন করুন