এতে কোন লা লেই

লিখেছেন লিখেছেন যোদ্ধা ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:৫৪:৩৭ বিকাল

গরীবুল্লাহ হোটেলের ম্যানেজারের নাম বাতেন ভাই । অতি মিষ্টভাষী লোক ।মুখে সর্বদা হাসি এবং পান । আমি প্রায় দিনই বেলা বারটায় সিঙ্গারা আর বিকেলে পিঁয়াজি কিনতে যেতাম । উনি কানের লতি পর্যন্ত বিস্তৃত হাসি দিয়ে বলতেন ,বইন কি লইবেন লন।একবারে ফেরেশ ...হপায় ভাজজে ।

বাতেন ভাইয়ের মাতৃভাষার ব্যাপারে যত্নশীলতা খুবই প্রবল । চেষ্টা করতেন শুদ্ধ ভাষায় কথা বলতে । একবার এক ছোকরা ওয়েটার কাস্টমারের টেবিলে আলুপুরীর বদলে ডালপুরী দিয়ে কঠিন কমপ্লেইন খেল। বাতেন ভাই দেখলাম ডেকে নিয়ে বলছে ,

- মনু সমইস্যাডা কি মোর ধারে কও তো ! এতো অস্থিরতা কর কেন ? তোমাদের পরে কোন নির্ভরতা করা যায়না কা ?



আমার শ্বশুর বাড়ির কাজের মেয়ে রোখসানা । দশ বছরের চটপটে মেয়ে । ইংরেজিতে খুব দক্ষ । বাসার লোকজনের সাথে ইংরেজিতে কথা বলতে বিশেষ স্বাচ্ছন্দ্যবোধ করে ।

একদিন কি কাজে যেন ডেকেছি ...রান্নাঘর থেকে উত্তর দিল ,

-ভেজিটেপিল কাডি আইয়ের ...

আমি ঠিক বুঝলাম না কি কেটে আসবে । কি কাটিস জিজ্ঞেশ করলাম তাই ।

উত্তর দিল , ফটেটু , টমাটুঁ আর কুম্বা ।

আরেকদিন শুনলাম বাসার পিচ্চিটাকে শাসন করছে ।

-সাপুমনি ! নটিবয় করেনা । খেলা করি আসি আগে হা হ্যান্ড ওয়াশ করা লাগের ,আম্মু তোমারে ফিডি চাম্বা তুলি দিব কিন্তু !

-কি হ্যান্ড ওয়াশ করা লাগে ?

-হা ...শুদ্দ বাসায় ঠ্যাঙ ।

আমি শুনে হা হয়ে গেলাম ।



আজকাল ফেসবুকিয় কিছু লেখ্যভাষার অপভ্রংশ দেখতে পাওয়া যায় যা পড়তে গেলে উষ্টা খাওয়া লাগে ।

এক ছেলে তার কিছু ফুল লতা পাতা গ্রামের দৃশ্য সংবলিত চিত্র কর্ম ফেবু তে পোস্ট করেছে । তার নিচে একজনের কমেন্ট ছিল এরকম ,´´ r 8 9.... pra lka kro ...gogot koro goy. ´´

বিশ্বাস করেন কিচ্ছু বুঝলাম না । অই ছেলেও কিছু বুঝেনাই সেজন্য লিখল,

´´bai bugina ke leken ? ´´

পাল্টা কমেন্ট এলো ´´ kn buka ? r sobi aka noy….pra lka kro goy tumari. ´´



পাশের বাসায় নতুন একটা ফ্যামিলি এসেছে । গৃহকত্রীর সাথে সিঁড়িতে দেখা । সালাম দিলাম ।উত্তর দিয়ে প্রশ্ন করলেন ,

- তা তুমার লাম টা যেন কি ?

লাম আবার কি জিনিস ?

আমি বললাম ,জানি না আন্টি ......উনি দেখলাম অবাক হয়ে বললেন,

-কচ্ছে কি ! তুমি তুমার লিজের লাম লিজেই জান না ?

আমি ঘটনা বুঝতে পেরে জবাব দিলাম ঠিকই কিন্তু মনে মনে বললাম , লা ।



যখন দেশের মানুষ কেবলি অস্থিরতা করছে, কেবলি ফিডি ফাডি একজন আরেকজনের চামবা তুলি ফেলছে তখন সহজ সরল মানুষ গুলোর মুখের ভাষায় এতো সারল্য যে নির্ভরতা করতে ইচ্ছা করে ,আমরা ঠিকই একদিন এই দুঃখী দেশটার মুখে হাসি ফোঁটাতে পারব । gogot goy korbo । আর এতে কোন লা লেই ।

বিষয়: বিবিধ

১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File