ফেব্রুয়ারীর ২৫ তারিখ
লিখেছেন লিখেছেন যোদ্ধা ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ০৪:৩৫:৩৫ বিকাল
আমরা যারা ৭১ এর মুক্তিযুদ্ধ দেখি নাই তাই মর্মপীড়ায় ভুগি তারা ২০০৯ এর ২৫ শে ফেব্রুয়ারী অল্প একটু হলেও তো দেখেছি ,নাকি ?
কামরাঙ্গির চর জাতীয় এলাকার ডোবা নালায় বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার গুরুদায়িত্ব যাদের কাঁধে ছিল , তাদের সুয়ারেজ লাইন দিয়ে ভেসে আসার খবরটা আমরা নিদেনপক্ষে শুনেছি। সেই শরীরগুলো গুলিতে ঝাঁঝরাই শুধু ছিল না , এও তো জানি। ৫৭ জন আর্মি অফিসার সহ ৭৫ জনের শরীর বহন করছিল ভয়ঙ্কর জিঘাংসার ছাপ ! খুঁচিয়ে , খাবলে , আঁচড়ে , কামড়ে মেরে ফেলা এবং মরে যাওয়ার মত পাশবিক তো বটেই সময়সাপেক্ষ ঘটনা বাংলাদেশে ঘটছে যখন , আশ পাশ থেকে ভেসে আসা গুলির আওয়াজ যারা আজিমপুর ধানমণ্ডি এলাকায় থাকিনা তারা অন্তত তখন এই কান ওই কান শুনেছি এবং বিস্ফোরিত- আতঙ্কিত চোখে টিভি সেটের সামনে বসেওছিলাম । এই বুঝি বাড়ির দরজা খট খট করে ওঠে !
আমরা তো আম্বালা ইন , শেখ হাসিনা , তাপস , ডি এ ডি তৌহিদের শলা পরামর্শের ব্রেকিং দেখা এবং বোঝার পাশাপাশি দেখতে এবং বুঝতে চেষ্টা করছিলাম একটা দেশের সরকার - প্রশাসন - গোয়েন্দা সংস্থা কতটুকু কার্যকর হলে নাকের ডগা দিয়ে এত্তগুলি মেধাবী অফিসার মরে বিকৃত শরীর নিয়ে নর্দমায় ভেসে যেতে পারে ?
শতাধিক ফাঁসির আদেশ হয়েছে , জাবজ্জীবনও হয়েছে , আগ্নেয়াস্ত্র মামলা ফামলায় কারাদণ্ড হয়েছে আবার হাজতে অসংখ্য বি ডি আরের মৃত্যুও হয়েছে । এক কথায় বিরাট অগ্রগতি সাধিত হয়েছে ! এখন আর কি বাহে , আসেন ভুলে যাই । কি কারণে চোখের সামনে সামনে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা একদম ধবসিয়ে দেয়া হল কারণটা আমাদের না জানলেও চলবে । এশিয়া কাপে আজ বিসিবি সামান্য মৌজ মাস্তির আয়োজন যদি করেও থাকে তাহলে দোষের কি ? পত্রিকার চিপায় চাপায় একটু যে ক্রন্দনরত স্বজনদের ছবি আসছে এই কি কম ?
অনেকেই দাবী জানাচ্ছে , আজকের দিনটাকে জাতীয় শোক দিবস ঘোষণা করার । কিন্তু দিবসের ঘোষণা আসা মাত্র যদি আমাদের জাতীয় চেতনা আর্মি প্রিন্টের ফতুয়া পাঞ্জাবীতে আটকে যায় ? অথবা সমকাল ওয়ালা যদি ´´পিলখানার সাজ ´´শিরোনামে মডেলের দাঁত পর্যন্ত আর্মি প্রিন্ট এর লিপসটীক মারার টিপস দেয় , এবং শেখায় এতে করে দেশের মাটি কামড়ে ধরা বোঝাচ্ছে ?
ওই যে ওই লাইনটা আছে না ,´´নির্মমতা কত দূর হলে জাতি ধবে নির্লজ্জ ?´ আমরা আসলে নির্মম হতে হতে নির্লজ্জ হয়ে গিয়েছি , অথবা নির্লজ্জ হতে হতে নির্মম ।
তাও হায়দার লাইন ক টা লিখেছিলেন । বুকের ভেতর অসহ্য ব্যথা নিয়ে নিজেকেই ধিক্কার দেয়ার মত বহিঃপ্রকাশটাও নয়ত করতে পারতাম না ।
http://www.youtube.com/watch?v=MkPwhMIV0Wk
বিষয়: বিবিধ
১৩৯৮ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
২, এই হত্যাকান্ডের নেপথ্যে কি কারণ ছিল ?কারা জড়িত ছিল ?এবং তাদের কি কোনো সাজা হয়েছে বা হবে ?
৩ , এই হত্যাকান্ডের পেছনে কি বিদেশী রাষ্টের ইশারা রয়েছে ? বা বিদেশী কোনো রাষ্টের ইশারা রয়েছে কি না তার খুজ নেওয়া হয়েছে ?
৪ , সরকারের ভুমিকা কি ছিল ? প্রশাসনের সকল স্থরের ভুমিকা কি ছিল ?এসব তদন্ত করা হয়েছিল ?
মন্তব্য করতে লগইন করুন