শেকড় সন্ধানে
লিখেছেন লিখেছেন যোদ্ধা ০৩ অক্টোবর, ২০১৩, ০৯:০৪:১১ রাত
আজ ভুলে থাকা প্রাঙ্গন জুড়ে লক্ষ প্রানের মেলা ।
আজ পড়ে থাকা ফসলী জমিতে তোলপাড় সারাবেলা ।
ফসল বোনার দায় কাঁধে তাই সীমাহীন আক্রোশে
দাঁতে দাঁত চেপে অনেকে তোমায় মূলবাদী ডেকে ফোঁসে !
পেছনে ফেরার অবকাশ ভুলে সশব্দে জোরেসোরে ,
ছড়িয়ে দিয়ো তো , হৃদয় নিকানো বিশ্বাস মুঠো ভরে
যত জঞ্জাল , আগাছার দল মুহূর্তে যাবে ঝরে ।
কত দিন কত উৎপাটনের নীতি,
ভিত্তি গড়ার ছলে গড়ে গেছে শোষণের উদ্ধৃতি।
হাওয়ায় ভেসেই শেকড়ের উৎখাত?
লজ্জায় মরে কালো ধিক্কৃত কালো হাত !
অষ্টপ্রহর দোদুল্ল্যমান, শঙ্কিত -ভয় -কাকে ?
পরগাছাদের স্পন্দন বলে আদৌ কি কিছু থাকে?
অথচ যেখানে হৃদয় সেখানে সাহসের আনাগোনা ,
দৃঢ়তার সাথে নিবিড়তা দিয়ে মুখর স্বপ্ন বোনা।
ওরা বরবাদ ! লোপাট!
ওদের শেকড়েই শোক!
হৃদয়ের টানে মূল খুঁজে নিও যে করেই হোক ।
বিষয়: বিবিধ
১৪৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন