বি এন পি নেত্রিবিন্দ আর কবে ঘুম ভাঙবে আপনাদের .।.।
লিখেছেন লিখেছেন শাহবাগের গাজাখোর ০৫ মার্চ, ২০১৩, ০১:৫৭:৪৪ দুপুর
বি এন পির ভাগা ভাগা নেতাদের বলছি শাড়ি চুরি খুলেন রাজপথে নামেন। আর যদি না নামতে পারেন তাহলে বলেন আমরা নামবো। দরকার নেই আমাদের হিজড়া নেতার। শহীদ জিয়ার দলে হিজড়ার জায়গা নেই। সারা বাংলা যখন আগুনে জ্বলছে তখন আপনারা গুমান। কর্মীরা জীবন দে আর আপনারা তেল মারাই বেস্ত। মনে করবেন না জনগন আপনাদের ঘরে এসে ক্ষমতা দিয়ে যাবে।
দেশনেত্রী এই দিনে আপনার দরকার সব কুলাঙ্গার নেতাদের রাজপথে নামতে বলা। যারা না নামবে তাদের মূল্যায়ন ওইভাবে করবেন। বি এন পি তে নেতার অভাব নাই কিন্তু সত্যিকার নেতার অভাব আছে। সতর্ক হউন না হলে আবার বিপদ আসবে।
আমরা প্রস্তত রনাঙ্গনে নামতে। শহীদ জিয়ার মত আপনি ও ডাক দিন। আপনার এক ডাকে কুটি জনতা নামবে রাস্তায়। এবার আর ৯ মাস লাগবে না স্বাধীন করতে। শহীদ জিয়ার আদর্শ বাস্তুবায়ন আমাদের লক্ষ্য আর এই জন্য নিজের জীবন দিতে ও প্রস্তত।
বিষয়: রাজনীতি
১৫৪২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন