শুনো বাকশাল তোদের বলছি .।.।.।।।

লিখেছেন লিখেছেন শাহবাগের গাজাখোর ০৪ মার্চ, ২০১৩, ০২:৪৮:১৪ দুপুর

আমি আজ সাদুবাদ জানাই আওয়ামীলীগ কে তাদের কর্মকাণ্ডের জন্য... স্বাগত জানাই বাম দেরকে তাদের ভূমিকার জন্য ... এরশাদ কে অভিবাদন দিই দালালি করার জন্য। ৭১ পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্দ দেখেনি, ৭৪ এর দুরবিক্ষ দেখেনি, ৭৫ এর বাকশাল দেখেনি, দেখেনি মুজিবের রক্ষীবাহিনীর গণহত্যা , দেখেনি সামরিক শাসন এবং বুঝেনি ৯৬ এর দেশ বিক্রির নীলনকশা। কিন্তু আজ দেশ এ যে নাটক মঞ্চস্থ করেছে আওয়ামীলীগ তাতে তারা তাদের পূর্ববর্তী কর্ম কর্মকাণ্ডের প্রতিছবি প্রুটিয়ে তুলেছে। এই নাটকের বিশয়বস্তু এক কিন্তু অভিনেতা ভিন্ন। বাংলাদেশ এর জন্মের পূর্ব থেকে এখন পযন্তু প্রতিটি নাটকে তারা ভিলেনের রুপে আভিরভাব হয়েছে। মেতে উঠেছিল ভয়ংকর খেলাই। ক্কিন্তু তাদের দুরবাজ্ঞ যে তাদের সৃষ্টিকৃত নাটকে শহীদ জিয়া আভিরভাব হয়েছিলেন নায়ক রুপে আর পরাস্থ করেছিলেন তাদের দুসরদের। প্রান দিয়েছিলেন মৃতপ্রায় বাংলাদেশ নামক দেশটিকে। কিন্তু ঐ মিরজাপর রা তাকে বেশি দিন বাঁচতে দেইনি। তার শহীদ হওয়ার পর শুরু হই আবার তাদের ঐ খেলা। কিন্তু তারা এইটা ভুলেগিয়াছিল যে জিয়া শহীদ হয়েছেন কিন্তু তার আদর্শ শহীদ হয় নাই। শহীদ জিয়ার আদর্শ লাখো কুটি মানুষের আদর্শে পরিনত হয়। আর ঐ আদর্শ বুকে লালন করে এবং ঐ লাখো কুটি মানুষ কে জাগাতে এগিয়ে আসেন আজকের আপোষহীন নেত্রী বেগম জিয়া। আবার স্বপ্ন দেখান এই বাংলার মানুষকে নতুন করে দেশ করার।

তাই আজ জোর গলাই এই বাকশালিদের বলতে চাই ... সময় তোমাদের শেষ এবার যাবার পালা। বাংলাদেশ এ আজ লক্ষ কুটি জিয়া প্রুস্তত ... বাদ্ধ করুণা তাদের রনাঙ্গনে নামতে, নামলে তোমরা আত্মসমর্পণ করার সুযোগ পাবে না।

বিষয়: রাজনীতি

১৪০৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File