দেশনেত্রী তোমাকে বলছি .. সময় এসেছে তোমার গর্জন করার।

লিখেছেন লিখেছেন শাহবাগের গাজাখোর ০২ মার্চ, ২০১৩, ০৫:৪০:১৭ সকাল

প্রিয় দেশনেত্রী

দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনাকে বলছি ... আর অপেক্ষা নয় এবার হুঙ্কার দিন। আজ সারা বাঙলাই গর্জে উঠেছে লাখো তারেক রহমান এই বাকশাল কে কবর দেয়ার জন্য। আমরা তরুণ প্রজন্ম হয়তো মুক্তিযুদ্দ দেখিনি কিন্ত তার মানে এই নয় যে আমরা জানি না যুদ্দ করতে। আমরা প্রতিবাদ করিনি তার মানে এই নয় আমরা প্রতিবাদ করতে জানিনা। আজ আমরা তরুণ রা একটা স্লোগান নিয়া প্রস্তুত... বীর তরুণ প্রজন্ম অস্র দর, বাকশাল মুক্ত কর। দেশনেত্রী আপনি মনে করবেন না যে আমরা শাহবাগের সেই নামদারি কতিপয় উগ্র তরুণ... না, আমরা সেই সত্তিকার অর্থের তরুণ প্রজন্ম যারা শিক্ষিত , মার্জিত , স্বাধীনতাই বিশ্বাসী , অধিকার আধায়ে বিশ্বাসী এবং দেশের প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করতে প্রস্তত।

দেশনেত্রী সর্বশেষ একটা কথা আপনাকে বলতে চাই... আপনি একবার গর্জন করুন , আপনার গর্জন এর সাথে আমাদের লাখো গর্জন এক হবে... আর ঐ গর্জন এ এই মুজিবি বাকশাল ভারতের জঙ্গলে গিয়ে পরবে। তাদের ঠাকুর বাপরা ও তাদের বাঁচাতে পারবেনা।

বিনীত নিবেদক

আজকের সংগ্রামী তরুণ প্রজন্ম

বিষয়: রাজনীতি

১৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File