ভালবাসার এই দিনে মজিব তোমায় মনে পডে......।

লিখেছেন লিখেছেন শাহবাগের গাজাখোর ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:২৯:৪১ সন্ধ্যা

মনে পডে আপনি আমাদের ৭১ এ পাকিস্তান এর রাজপ্রাসাদ থেকে ভালবাসা দিয়েছিলেন আর ওই ভালোবাসাই আমাদের ৩০ লাখ মানুষ শহিদ হয়েছিল। তারপর যখন দেশ এ আসলেন আপনার ভালোবাসাই আপনার নেতারা ছুরি করে দেশ কে দুর্ভিক্ষ দান করল। তারপর ৭৩ এ আপনার ভালোবাসাই রক্ষিবাহিনি খুন করল ৪০ হাজার জাসদ নেতাকর্মী। আর আপনার এত ভালবাসাই সারা বাংলার মানুষ সিক্ত হয়ে ৭৫ এ তা পরিশদ করল।

আল্লাহর অশেষ মেহেরবানীতে আপনার ভালবাসার দারাবাহিকতা আপনার যোগ্য মেয়ে সকলের মা মনি ** হাসিনা বজাই রেখেছে। ৯৬ তে দেশকে দুর্নীতিতে প্রথম করিয়েছ।

২০০৯ এ অবৈধ সন্তান কে বৈধতা দিয়েছে। দেশকে আপনার মনের মত নাস্তিক বানিয়েছে। আর এখন তো শাহাবাগ এ মঞ্চ করে নোংরামির লাইসেন্স দিয়েছে।

আপনার সুসন্তান ছাত্রলীগ তো সারাদেশ ধর্ষণ করে তাদের ভালবাসা বিলিয়ে দিচ্ছে জাতির মধ্যে।

তাই গর্ব করে সবাই কে চিৎকার করে বলি যতদিন রবে আওয়ামীলীগ, ছাত্রলীগ ও বামলীগ ততদিন রবে আপনার নাম শেখ মজিব রাহমান।

বিষয়: রাজনীতি

১৩৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File