সোনারবাংলাদেশ ব্লগ বন্ধের কথা স্বীকার করলো বিটিআরসি
লিখেছেন লিখেছেন কিছু জানাতে চাই ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৩৩:৫৮ রাত
ব্লগার আহমেদ রাজীব হায়দারের হত্যার প্রেক্ষাপটে আন্দোলনকারীদের দাবির মুখে সোনারবাংলাদেশ ব্লগ বন্ধ করে দিয়েছে বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।
সোনারবাংলাদেশ নামের এই ব্লগটি জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের কর্মীরা পরিচালনা করে আসছিল বলে অভিযোগ করে আসছিলো শাহবাগের আন্দোলনকারীরা। সোনারবাংলাদেশ ব্লগে একটি পোস্টে তাকে হত্যার হুমকি দেয়া হয়েছিল বলেও জানান ব্লগাররা।
বিটিআরসির সহকারী পারিচালক (মিডিয়া উইং) জাকির হোসেন খান বলেন, শনিবার দুপুরে ব্লগটি বন্ধ করে দেয়া হয়েছে।
এরই মধ্যে দেশের সব ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়েগুলোকে (আইআইজি) এই বাংলা ব্লগটি বন্ধ করে দেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
স্থপতি রাজীবকে শুক্রবার রাতে মিরপুরের পলাশ নগরে তার বাড়ির সামনেইই কুপিয়ে হত্যা করা হয়, যিনি শাহবাগে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন।
বেশ কিছুদিন ধরেই তার লেখনিতে যুদ্ধাপরাধীদের ফাঁসিসহ জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে সোচ্চার ছিলেন।
বাকশালের আলামত দেখা যাচ্ছে। সবাইকে সাবধান থাকার অনুরুধ।
বিষয়: বিবিধ
১৬৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন