এসএসসি ফলাফলঃ জেদ্দা শতভাগ পাস, ভালো করতে পারেনি রিয়াদ
লিখেছেন লিখেছেন কিছু জানাতে চাই ১০ মে, ২০১৩, ০৩:৩৪:৫২ দুপুর
ঢাকা শিক্ষা বোর্ডের অধীনে বহিঃবিশ্বে এসএসসি পরীক্ষায় শতভাগ পাস করেছে বাংলাদেশ ইন্টা.স্কুল এন্ড কলেজ জেদ্দা(বাংলা মাধ্যম) তবে ফলাফলে তেমন ভালো করতে পারেনি সৌদি আরবের বাংলাদেশ ইন্টা. স্কুল এন্ড কলেজ রিয়াদ (বাংলা মাধ্যম)।
দেশের বাহিরের কেন্দ্রগুলোর মধ্যে শতভাগ পাস সহ প্রথম স্থান লাভ করেছে বাংলাদেশ ইন্টা. স্কুল এন্ড কলেজ জেদ্দা(বাংলা মাধ্যম)। এ স্কুল থেকে এবারের পরীক্ষায় মোট ৯৬জন শিক্ষার্থী অংশ নিয়েছিলো। জিপিএ৫ ৪৭জন,জিপিএ৪ ৩৭জন,জিপিএ৩ ৯জন এবং বি ও সি গ্রেডে ৩জন। মানবিকে ৮জন,বিজ্ঞানে ৮জন এবং ব্যবসায় শিক্ষায় ১০জন জিপিএ৫ পেয়েছে।
এদিকে বিস্তারিত দেখতে ক্লিক করুন
বিষয়: বিবিধ
১৩১৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন