আত্মসমালোচনা (Self Criticism)
লিখেছেন লিখেছেন মহিউডীন ২৭ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৫:৫৬ দুপুর
আমাদের প্রতিটি মানুষের জন্য এ বিষয়টি কত গুরুত্বপূর্ন তা কি আমরা ভেবে দেখেছি? শৈশব , কৈশর কত না ভাল ছিল, যখন জীবনের কোন হিসাব ছিল না।যৌবনের উম্মাদনা তাড়িত করেছে, পাখা মেলে বেড়িয়েছে জীবনের নানা র্ং বের্ংগে। ৪০ এ এসেছে ভাটির টান।এখন আর শক্তির দাপট নেই।আত্মসমালোচনাই এখন একমাএ স্ংগী।যদি দিনের শেষে বিচানায় জিগ্গাসা করি মনকে, কি করেছ দিনের মুহূর্তগুলোকে,ঘন্টাগুলোকে? হিসাব দাও।তোমার হিসাবের খাতা খোল।যদি পাও ভাল তাহোলে আরো ভালর সাধনা কর।আর যদি পাও মন্দ ধিক্কার জানাও তোমার নফসকে।অ্ংগীকার কর ,ইস্তেগফার কর, নিদ্রা ভ্ংগ কর, লুটিয়ে পড় তোমার রবের পায়ে। এ তোমাকে পবিএ করার এক মহাপরিকল্পনা।পবিএ আত্মা কখনো ভুলে যায় না এ কাজ।রাসূল সা: বলেছেন,একজন জ্গানী লোকের চারটি সময় আছে একটি হলো তার আত্মসমালোচনার সময়।ওমর (রা) বলতেন , নিজের সমালোচনা কর ও মুল্যায়ন কর কেয়ামোতের সমালোচনা ও মুল্যায়নের আগে,তোমার আমল ওজন কর কেয়ামতের ওজনের আগে।প্রতি রাতে হাতলোয়ালা চাবুক পায়ে মেরে জিজ্গাসা করতেন,বল আজকের দিন তুমি কি করেছ? হাসান আল বসরি (র) বলেন,একজন মু'মিন(বিশ্বাসি) নিজের জন্য পুলিশের মত কাজ করে।সে সমালচনা করে আল্লাহর জন্য আর অবশেষে আল্লাহ ই মুল্যায়ন করবেন।তনি আরো বলেন, হে আদম সন্তান!তোমারা মাএ কতগুলো দিনের সাথে বাঁধা।একটি দিন চলে যায় , জীবনের একটি অ্ংশ নি:শেষ হয়ে যায়।আবু আলী আদ্দাক্কাক বলেন,একটি দিন চলে যায় , একটি অ্ংশ চলে যায়,আমার আত্বায় থেকে যায় তিক্ততার স্বাদ এব্ং ধীরে ধীরে নি:শ্বেষ হয়ে যায়।
হিসাব বিজ্গানের ভাষায়,একজন ব্যবসায়ী তার হিসাবের খাতা বন্ধ করে প্রতি মাসের শেষে।দিনের হিসাব দিনে চুলচেরা পরিক্ষা করে।ভুল হলে এন্ট্রি করে পরিশুদ্ধ করে নেয়।বছরের শেষে ফাইনাল হিসাব করে।আগের বছরের সাথে পরের বছরের বিশ্লেষন করে উন্নতি হলো না অবনতি হলো।মানব জীবন ও তাই। ৬০ সেকেন্ড এ মিনিট ,৬০ মিনিটে ঘন্টা ,২৪ ঘন্টায় এক দিন , ৩০ দিনে মাস , ১২ মাসে বছর। একটি বছর ছোট নয়।আত্মসমালচনাকারি হেরে যায় না।যদি না হয় দিনে, করে সে সপ্তাহে , না হয় মাসে , না হয় বছরে।আর বলে, হে আল্লাহ ! তোমার কারনে আমি বেঁচে আছি সকালে ও সন্ধায়, তোমার জন্যই আমি বাঁচি , তোমার জন্যই মরি আবার তোমার কাছেই আমার ফিরে যাওয়া , আমার পাহাড়সম গুনাহ ক্ষমা করে দাও।
বিষয়: বিবিধ
১১৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন