অবরুদ্ধ জীবন ( জনাব মাহমুদুর রাহমান স্মরনে)

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৫৪:৩০ দুপুর

মাসের পর মাস। সংসারের কোলাহল নেই,পিতার সে্নহ মমতা নেই , ঘরনীর ভালবাসা নেই,সমাজ নেই, অতিথি নেই,বন্ধুত্ব নেই, মায়ের আদর নেই।এ কোন জীবন? সততার এ এক অজানা নিয়তি।মামলা, হামলা , মরন ফাঁদ যাই নিয়ে আসুক আমাকে দাস বানাবেনা। আমি জানি সততার কোন মৃতু্্য্য নেই।আমার ভাবনার জাল সারা পৃথিবি পরিব্যাপ্ত। আমার বিশ্বাসে কোন হীনতা নেই। মৃতু্্য্যকে আলিংগন করার অদম্য সাহস আমাকে ঘিরে আছে। যেমন কোরান বলেছে মৃতু্্য্য যণ্তরনা সত্যই আসবে যাকে তোমরা অবহেলা কর।

অবরুদ্ধতা আমাকে পরিশ্রান্ত করেনি। আমি পৌড়ত্বকে স্হানান্তরিত করেছি নবযৌবনে যেমন বলেছেন কবি নজরুল তার যৌবনের গান কবিতায় ," বহু যুবককে দেখেছি যাদের যৌবনের উর্দির নিচে বার্ধকেকর কংকাল মৃতু্্য্য , আবার বহু বৃদ্ধকে দেখেছি যাদের বা্র্ধকে্কর জীর্নাবরনের তলে মেঘলুপ্ত সুর্যের মত প্রদীপ্ত যৌবন"

আমি আশাবাদি , মেঘের ঘনঘটা আর বেশি দূর নয়।আমার অবরুদ্ধতা নব আলোয় উদ্ভাসিত হবে সে প্রতিক্ষায়।

বিষয়: বিবিধ

২০৯২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File