এক জন হিসাব নীরিক্ষকের পদচারনা

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:২৮:৫১ দুপুর

আমি একজন সামান্য হিসাব নীরিক্ষক মাএ।জীবনের এক বিশাল সময় পার কোরে দিলাম ডিজিট এর করিডোরে।ঘুমের ঘোরে , স্বপ্ন কল্পনায় হিসাব মিলানোই আমার কাজ। কত হিসাব মিলালাম তার কোনো হিসাব নেই। জীবনের হিসাব মিলাতে পারিনি একবার ও।মাঝে মাঝে হতবাক হয়ে নিশিথে তারার দিকে তাকিয়ে থাকি।আমার চার পাশে সবাই ঘুমায় নাক ডেকে।আর আমি জেগে থাকি।ফাঁকিবাজ কলিগ ওদের ললনাদের বলে এত সকাল আমি অফসে কেন? আমি জানি সকাল হোলে আমাকে হিসাবের খাতা মিলাতে হবে।আমি শ্রান্ত দেহে হেঁটেছি চা বাগানে, শহরের ওলিতে গলিতে,আবার বিদেশের কোলাহল মুক্ত বাতাসে ট্রাভেল করেছি মাইলের পর মাইল হিসাবের তরে।আবার দুর্দশায় কালাতিপাত ও করেছি।হেরে যেতে শিখিনি কখনো।আমার চাকা থেমেও যায় নি। বরং আমার হিসাবের খাতায় বড় বড় ইমারত গড়ে উঠেছে।আমি শুধু শিঁিড় বেয়ে উঠেছি হাঁপাতে হাঁপাতে।আমার অর্জিত টাকায় যারা বিলাস জিবন যাপন করে, যারা আমার চার পাশে ঘুরা ফিরা করে,ওরা কি ভেবে দেখেছে আমি কত শ্রান্ত,বিপন্ন আমার জিবন।তবুও আমি হেসে চলেছি দুর্বার গতিতে। আমাকে থামাবার কেউ নেই।কশে চলেছি হিসাবের খাতা।আমার ভবিতব্যই জানে আমার গন্তব্য কোথায়।আমি জানি আমার পদচারনা আমাকে থামাবে না কারন একটাই, হিসাবের চাকা বন্ধ হোলে সমস্ত চাকাই বন্ধ হবে। আর যেদিন বন্ধ হবে সেদিন ই হবে আমার প্রকৃত মুল্লায়ন।

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File