ভীতিকর পুনজাগ্রত হওয়ার দিন অতি নিকটে

লিখেছেন লিখেছেন মহিউডীন ২১ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:১৪:৫৮ দুপুর

ভয় কর তোমার রবকে।তোমরা কি দেখনি সুনামি , জাপানের ভয়াভহ বিহবলতা,ভয়ংকর ভুমিকমপন। তোমরা সবকিছু দেখ যা নগদ।অবহেলা কর কোরাআন কে যা আখেরাতের জানালা।ছোট একটা জীবনের জন্য কত আরাধনা।তোমরা কি দেখনি মৃতের বহর যারা দেখেছিল এক অনাগত ভবিষৎতের সমভাবনা।অবহেলার কারন কি? তোমার রব তোমাকে সৃজন করেছেন সামান্য কাদা থেকে।কিসের অহংকার তোমার? আবার তোমার মৃতদেহ তার আইনের আওতায় চলে আসে সমাহিত হয় সমাধিতে। কি এক আজব নিয়ম? এখন ও সময় আছে ফিরে আসার মত ফিরে আস। তোমরা ফিরে গেলেও রব ফিরেন না। রাতের পাপের জন্য হাত বিছিয়ে রাখেন দিনে আবার দিনের পাপের জন্য রাতে। এ হোলো তোমার রব। সামান্য কটা দিন মাএ। তোমার ভাল কাজ আশিন করবে অতি উচুতে। সমাসিন হবে অসংখ্য হুর যা কোন রিদয় আকাংখা করেনি। আমরা লোভ করি অতি নগন্যকে আর ভুলে যাই আখেরাতকে যা শেষ হওয়ার নয়। সামান্য কবি , সামান্য লেখক, প্রাসাদের মালিক এ যদি অহংকার হয় তাহোলে ভেবে দেখ তোমার রব কত বড় অহংকারি। এ তার গুন। কখোনো সাহস দেখাবে না এ গুন পেতে। এ গুনে গুড়ে দিয়েছে ফিরাঊনকে ,নমরুডকে, হামানকে। ওরা ছিলো প্রবল আর আজকের জগৎ আর শাসক ওদের সাথে প্রতিযোগিতা করার সাহস রাখে না। আললার উপাসনাকে নিয়ে কেউ ব্যবসা করো না যার বিবৎস রুপ লোকালয় ছেয়ে গেছে। তোমারা তা দেখতে পাওনা। সে দেখার দিন অতি নিকটে আর সেটা পুনজাগ্রত হওয়ার দিন।

বিষয়: বিবিধ

১২৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File