আমার খতের আড়ালে চা'র রকত কনিকা

লিখেছেন লিখেছেন মহিউডীন ১৯ ফেব্রুয়ারি, ২০১৩, ০১:৩০:৫৭ দুপুর

কি কোরে ভুলি হে ইব্রাহিম, আবদুললাহ, মাহদিয়া , মারিয়া? তোমাদের ওভিমান আমার রিদয়ে রকত ঝরায়। এক গভীর খ্ত আমাকে কুরে খায় দিন রাত।এক খত শেষ না হোতে আর এক, তার পর আর এক। তোমাদের চলে যাওয়া আমাকে কমপিত কোরেছে ভুকোমপোনে।কেনো এই বিভাজন? এ কি রবের নিরদেশ, না আমরা তৈরি কোরেছি। আর কত বড় হোলে আমাদের পতাকা উড়বে? তোমরা যখন ছিলে সেতো ছিলো খর শ্রোতা নদ।সে নদ ও আমি পার হোতে পারিনি।এখন তো মহাসাগর।আর কত প্রাচুয্র দরকার আমাদের? এ জিবন তো শুদূ এতোটুকু সময় ছোখের আড়াল হোলে ছোলে যাবে। তবে কোরানকে বুকে আগলে রাখবে।ও্য়াশিংটন জেনো তোমাদের রকতকে দুশিত না করে। হারানোর বেদোনা তোমরা বুযবেনা।আমতো কালের ঘরভে বিলিন হও্য়া তোমাদের এক রিদয় সপোনদণ।খতের আড়ালে চা'র কোনিকা আমাকে আগলে রাখে যখন ধরনির প্রদিপ নিভে যায়। আর আমি প্রতিক্ষায় থাকি আমার খতের আড়ালে চা'র কোনিকার।

তোমাদের হতভাগা বাবা/ ফুফা

বিষয়: বিবিধ

১২৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File