প্রভু তুমি ( ইসলামি গান) এবং ধীরে ধীরে হেঁটে( ইসলামি গান)
লিখেছেন লিখেছেন মহিউডীন ২৮ জানুয়ারি, ২০১৪, ০২:৫২:৪২ দুপুর
প্রভু তুমি ( ইসলামি গান)
প্রভু তুমি আমায়, ক্ষমা করে দাও-- তোমার পথের পথিক, তুমি আমায় করে নাও--, প্রভু তুমি আমায়, ক্ষমা করে দাও-- তোমার পথের পথিক তুমি আমায় করে নাও
তোমায় আমি এমন করে চাইনি কখনো যে,তোমার পথ তাইতো আমি পাইনি তখন খুঁজে--তোমায় আমি এমন করে চাইনি কখনো যে,তোমার পথ তাইতো আমি পাইনি তখন খুঁজে।তোমার রহমতের ছায়ায়, আমায় টেনে নাও--প্রভু তুমি আমায়, ক্ষমা করে দাও-- তোমার পথের পথিক তুমি আমায় করে নাও।
শান্তি পাবার আশায় সবে ভুল পথে যে চলে,দাও না তুমি শক্তি সাহস বিবেকটাকে খুলে--শান্তি পাবার আশায় সবে ভুল পথে যে চলে,দাও না তুমি শক্তি সাহস বিবেকটাকে খুলে।তোমার পথে সুখের আলোয় শান্তি পেতে চাই--প্রভু তুমি আমায়, ক্ষমা করে দাও-- তোমার পথের পথিক তুমি আমায় করে নাও।
ধীরে ধীরে হেঁটে( ইসলামি গান)
আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। পিছনে তাকিয়ে দেখি, পথে পথে কত ভুল করেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি।
আমার সে সব ভুল, কি করে যে শোধরাবো আমি--- ভাবি আর বার বার পথ চলি শুধু থামি থামি-আমার সে সব ভুল, কি করে যে শোধরাবো আমি--- ভাবি আর বার বার পথ চলি শুধু থামি থামি।ভেংগে দিতে পারি না, যে ইমারত নিজ হাতে গড়েছি---আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। পিছনে তাকিয়ে দেখি, পথে পথে কত ভুল করেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি।
আর তো ফেরার কোন পথ নেই,মানুষ যে ভুল, সে তো করবে--উই পোকা ঘুন যদি ঘরের বাঁধনে ঢুকে পড়ে--নিশ্চিতে ঘুম আর আসে না কখনো সেই ঘরে--উই পোকা ঘুন যদি ঘরের বাঁধনে ঢুকে পড়ে--নিশ্চিতে ঘুম আর আসে না কখনো সেই ঘরে--আমার নিজের ঘরে আমি অনাহূত হয়ে পড়েছি---আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি। পিছনে তাকিয়ে দেখি, পথে পথে কত ভুল করেছি--আমি ধীরে ধীরে হেঁটে হেঁটে পথ ছেড়ে কত পথ ধরেছি।
বিষয়: বিবিধ
১৫৮৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন