একটা-ই মন ( ইসলামি গান)

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৮ জানুয়ারি, ২০১৪, ১১:২৬:২৬ সকাল

এই দেহেতো একটা-ই মন ছিল,হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? আহা! হঠাৎ করে কোথায় চলে গেল? হায় হায়! কেমন করে কোথায় চলে গেল? - এই দেহেতো একটা-ই মন ছিল,হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? আহা! হঠাৎ করে কোথায় চলে গেল? হায় হায়! কেমন করে কোথায় চলে গেল?-

নেই তো ঘরে, নেই তো ছাদে,যায়নি মামার বাড়ি--- খোঁজ নিয়েছি মিঠার দোকান দেখছি গুড়ের হাঁড়ি, ইন্নালিল্লাহ ,ইন্নালিল্লাহ -- পড়া শুরু হলো, হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? এই দেহেতো একটা-ই মন ছিল,হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? আহা! হঠাৎ করে কোথায় চলে গেল? হায় হায়! কেমন করে কোথায় চলে গেল?

রেল সড়ক আর বিমান ঘাটি রি্ক্সা মোটর কার-- শপিং মলে দোকান পাটে খুঁজছি কতবার-অবশেষে পেলাম তাকে কাবা ঘরের কোনে,মনযোগের সাথে বসে কোরান মজিদ শোনে- 'পাজকুরুনি আজকুরুকুম' শুনে শিখে নিল-- এই দেহেতো একটা-ই মন ছিল,হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? আহা! হঠাৎ করে কোথায় চলে গেল? হায় হায়! কেমন করে কোথায় চলে গেল?

অবশেষে তাকে পাওয়া গেল,আহা! ক্কাবা ঘরে তাকে পাওয়া গেল-আহা! ক্কাবা ঘরে তাকে পাওয়া গেল-এই দেহেতো একটা-ই মন ছিল,হঠাৎ করে পালিয়ে কোথায় গেল? আহা! হঠাৎ করে কোথায় চলে গেল? হায় হায়! কেমন করে কোথায় চলে গেল?

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

168895
২৮ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:২৭
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File