মাননীয় প্রধানমন্ত্রী , বিরোধী দলীয় নেত্রী , সকল সাংসদ ও শিল্পপতিদের প্রতি আকুল আবেদন।

লিখেছেন লিখেছেন মহিউডীন ২৯ এপ্রিল, ২০১৩, ০৫:০৭:১১ বিকাল

দীর্ঘ রক্তক্ষরনে আজ জাতির একটা শ্রেনী নিষ্পেষিত।যারা কথা বলে,লিখে তাদের অনেকের সামাজিক অবস্হান থাকলেও তারাও এই শোষিত সমাজের একটা অংশ।কারন তাদের হৃদয় আছে, যারা বন্চিত অবহেলিত তাদের পক্ষে কথা বলে।সমাজ উন্নয়নের স্বপ্ন দেখে।উন্নয়নের কাজগুলোর দায়িত্ব সরকার ও সর্বস্তরের প্রশাসনের।আমাদের প্রশাসনের অনেকে অন্ধ হয়ে গেলেও সমাজের যারা আলো ছড়িয়ে বেড়াছ্ছে তারা অন্ধ নয়।তারা এর প্রতিবিম্ব দেখে বলে সব সময় সরকার সহ যারাই আপরাধের সাথে জড়িত থাকে তাদের স্বরন করিয়ে দেয়।এই দ্বন্দে অনেকে আাবার গনরোষের শীকারও হয়।আমাদের বাকরুদ্ধ হয়ে আসছে।এই যে এতগুলো ঘটনা ঘটে গেল, এত মানুষ মরে গেল তার সাথে হাজার হাজার পরিবার জড়িত।তাদের অর্থনীতির চাকা পঙু হয়ে গেল।যারা এই ভয়াভহ দুর্ঘটনা থেকে বেঁচে গেল তারা পঙুত্ব নিয়ে কিভাবে বেঁচে থাকবে।আমাদের গরীবরা গরীবই থাকছে।তাদের জীবন মান উন্নয়নের জন্য কোন সরকার এগিয়ে আসছে না।যারা নেতৃত্ব দিছে্ছে তারা যদি গরীবের উন্নয়নে কাজ করে তাহলে আজ পর্যন্ত কোন বিচার কেন আমরা দেখতে পাইনি? এই গুটিকয়েক মানুষের জন্য সমাজের এলিটদের দরদ অথচ তাদের দ্বারা হাজার হাজার মানুষের মৃত্যুকে উপেক্ষা করা হয়।এ প্রহসন থেকে বেরিয়ে আসার অনুরোধ জানাই।আপনারা কেউ একটা সময় পর বেঁচে থাকবেন না,আমরাও বেঁচে থাকবোনা।আপনাদের বিলাস জীবন অল্প সময়ের জন্য,এদেশের ভালবাসাকে উপেক্ষা করে আপনারা বিদেশে আপনাদের যে সিকিউরিটির ব্যবস্হা করেন,এ দেশের টাকাগুলো দেশে ইনভেস্ট না করে অন্য দেশে করেন- তা কতকাল আপনাদের সুখি করবে?

আপনারা ইছ্ছে করলে জন গনের কাতারে চলে আসতে পারেন।তা কোন কঠিন নয়।প্রশাসনকে ঢেলে সাজান।নিজেকে সৎ ও সাহসী করে গড়ে তুলুন।সাংসদদের সম্পদের হিসাব নিন ও জবাবদীহিতা গড়ে তোলার ব্যাবস্হা করুন, সমস্ত অপরাধকে রোধ করুন ও জন গনকে সাথে নিন।দেশের প্রথিতযশা ব্যাক্তিত্বদের পরামর্শ নিন।অপচয় বন্ধ করুন।অপরাধিদের জন সমুক্ষে কঠিন শাস্তির সম্মুখিন করুন।বিচার ব্যাবস্হাকে স্বায়ত্ব শাসন দিন।আপনারা বিচারকদের সেল্টার না দিলে তারা অপরাধ করবে না।সমাজিক শৃংখলা নিয়ে আসার জন্য আর্মি,পুলিশ,রেব ও অন্যান্য সংস্হাকে ঢেলে সাজান।তাদের বেসিক নিডগুলো পুরন করার ব্যাবস্হা করুন যাতে তারা ঘুষ ও দুর্নিতিতে জড়িয়ে না পড়ে।আমাদের একটার পর একটা ট্রাজেডি আসছে।কোন সমস্যার সমাধান হছ্ছে না।কাউকে গ্রেফতার করলেই বিচার হয়ে যায় না।দ্রুত আইনে এ সমস্ত বিচার করার জন্য আমরা আবেদন জানাছ্ছি।সাভার ট্রাজেডির সাথে যারা যারা জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় নিয়ে এসে অতি দ্রুত দৃষ্টান্ত মুলক শাস্তি প্রদান করুন।তাদের সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে মৃত ও আহতদের ও তাদের পরিবারকে পুনর্বাসন করুন।এটা এখন সরকারের দায়িত্ব।সরকার যদি দেশে অপরাধ বন্ধ করতে চায় তাহলে তাদের নিজেদের উদাহরন সৃষ্টি করবেন।

আমি জাতির পক্ষ থেকে প্রধান মন্ত্রি ও বিরোধী দলীয় নেত্রির প্রতি আকুল আবেদন জানাছ্ছি,আপনারা সঠিক নেতৃত্ব দিন,আপনারা জাতির কল্যানের জন্য সহনশীল হউন,সব সরকারের সময় হরতাল বন্ধ করুন,আপনাদের আলোচনা সংসদে করুন,জন গনের সম্পদ ধংশ থেকে বিরত থাকুন।শিল্পপতি ও ব্যাবসায়িদের শ্রমিক শোষন থেকে বিরত থাকার আহ্বান জানান।সমাজের অবহেলিত শ্রনীকে নিম্নমধ্যবিত্ব শ্রনিতে নিয়ে আসার জন্য সরকারের সহযোগিতা ও শিল্পপতিদের অতিলাভের অন্ক থেকে শ্রমিকদের ভরন পোষন,স্বাস্হ সেবা ও পরিবেশের মান বজায় রাখার মত মজুরি নির্ধারন করতে হবে।কারন তাদের সঠিকভাবে বাঁচিয়ে রাখলে শিল্প বাঁচবে ও দেশ এগিয়ে যাবে।আর যতই তাদের উপর নিষ্পেষন হবে ততই দেশের ভাবমূর্তি নষ্ট হবে , জনরোষ বাড়বে ও দেশ পড়বে অর্থনৈতিক সন্কটে।এই মনবরুপি পশুদের ও তাদের যে চেইন রয়েছে তাদের যদি নির্মুল না করা হয় তাহলে সব সরকারই তাদের দায় থেকে অব্যাহতি পাবেন না।সমাজে এমন জন প্রতিনিধিও রয়েছে যারা মনিটর করে যাছ্ছে।তাদের কেউ মিডিয়াতে বলছে আবার কেউ লিখছে।মাননীয় প্রধান মন্ত্রি যদি কয়েকটি ঘটনার বিচার করতে পারেন তাহলে আপনি জাতির কাছে উদাহরন হয়ে থাকবেন।আমরা সেই আশা করছি ও সেই প্রতিক্ষায় আছি।

বিষয়: বিবিধ

১১২৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File