গণমাধ্যম রক্ষায় সম্পাদকদের বিবৃতি : একটি লেখার " রিপোষ্ট "

লিখেছেন লিখেছেন সত্য বয়ান ২০ মে, ২০১৩, ০১:৩৭:৩৩ রাত



লেজ গুটিয়ে ঘুমাও যত সম্পাদকের দল

লিখেছেন লিখেছেন সত্য বয়ান ২২ এপ্রিল, ২০১৩, ১০:১১:৪৪ রাত

--------------------------------------------------------------

দীর্ঘ প্রায় ৮ দিন পর আল্লামা আহমদ শফীর অনুরোধে অনশন ভেঙ্গেছেন মাহমুদুর রহমান । স্বীয় অনশন ভাঙ্গার জন্য মাহমুদুর রহমানকে আন্তরিক অভিনন্দন । কেননা স্বৈরাচারী জালিমের কাছে কখনোই গনতান্ত্রিক আন্দোলন তার প্রকৃত মর্যাদা পায়না । সেই চিরন্তন সত্যটাই আরেকবার প্রমাণিত হলো মাহমুদুর রহমানের অনশণের মধ্য দিয়ে ।

শেখ হাসিনার সামনে এক মহা সুযোগ হিসেবে এসেছিল এই অনশন । তিনি যদি যদি পি.জি হাসপাতালে গিয়ে মাহমুদুর রহমানের যৌক্তিক দাবীগুলো মেনে নেয়ার আশ্বাস দিয়ে তার অনশন ভাঙ্গানোর উদ্যোগ নিতেন, তবে এটাই হতো বিরোধীদের পক্ষ হতে মিডিয়া দমনের অভিযোগের দাঁতভাঙ্গা জবাব । তারা বলতে পারত যে, আমরা মিডিয়া দমনের জন্য মাহমুদুর রহমানকে গ্রেফতার করিনি । তাছাড়া মাহমুদুর রহমানের ওপর আমাদের কোন ব্যক্তিগত আক্রোশ নেই । কিন্তু তা না করে আওয়ামী লীগ স্বীয় স্বৈরাচারী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটানোয় আমরা অবাক হইনি ।

কিন্তু যে বিষয়টি আমাদেরকে ব্যথিত করেছে তা হলো - দেশের একটি অন্যতম শীর্ষস্থানীয় পাঠকপ্রিয় পত্রিকার সম্পাদককে অন্যায় ভাবে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে পত্রিকাটির প্রকাশনা অবৈধভাবে বন্ধ করে দেওয়ার পরও এই অন্যায়ের বিরুদ্ধে দেশের অন্যকোন শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের সম্পাদককে জোরালো ভূমিকা পালন করতে দেখা যায়নি । এটা বাংলাদেশের সাংবাদিকতার নীত-নৈতিকতার চরম অবক্ষয়ের প্রমাণ বহন করে । মাতৃভক্তির উদাহরণ দিয়ে যখন একজন সম্পাদক টানা আটদিন না খেয়ে অন্যায়ের প্রতিবাদ করেন, তখন অন্য সম্পাদকরা হাসপাতালে গিয়ে অনশন ভাঙ্গার অনুরোধ করে ন্যুনতম ভদ্রতার পরিচয় দিতে পারলেননা । তোমাদের ভদ্রতার পরিচয় মাহমুদুর রহমান বেশ করেই জানেন । প্রয়োজন নেই তোমাদের ভদ্রতার । চক্ষু বন্ধ করে, লেজ গুটিয়ে আরাম করে ঘুমাও তোমরা । তোমরা হয়ে থাক জাতির ঘুমন্ত বিবেক । তবে একটি কথা স্মরণ রেখ, এক মাঘে শীত যায়না । ঠিক তেমনি তোমাদের এই আরামের ঘুমই একদিন তোমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে ।

সুতরাং এখনো সময় আছে অন্যায়ের পথকে লাথি মেরে পেশাদারিত্বের পথে ফিরে আসুন । নতুবা এই বীরের জাতি কখনোই আপনাদের মত কাপুরুষদের ক্ষমা করবে না ।

--------------------------------------------------------------

ধন্যবাদ দেশের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম সমূহের সম্পাদকদের , যে কারনেই হোক , অনেক দেরীতে হলেও তাদের শুভবুদ্ধির উদয় হওয়ার জন্য ।

বিষয়: রাজনীতি

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File