সাভার গণহত্যা : মানবতার বিরুদ্ধে চরম আওয়ামী প্রতিশোধ

লিখেছেন লিখেছেন সত্য বয়ান ৩০ এপ্রিল, ২০১৩, ১০:৫০:৫৮ রাত

বাংলাদেশের ইতিহাসে চরম এক মানবিক বিপর্যয় সংঘটিত হয়ে গেল । মানবতার বিপের্যয় দেখেছে বিশ্ব । দেখেছে মানুষের বেঁচে থাকার করুণ আকুতি । পরিবারের সদস্যদের দুই বেলা খাবার জোটানোর জন্য সবুজ-শ্যামল গ্রাম ছেড়ে এই ইট পাথরের শহরে এসে বাঁচার শেষ চেষ্টা করেছিল এই মানুষগুলো । কিন্তু শেষ পর্যন্ত আমাদের অসুস্থ রাজনীতির কাছে হার মানলো জাতির এই সূর্য-সন্তানরা ।

প্রথম থেকেই সর্বস্তরের সাধারণ মানুষ যদি এগিয়ে না আসত তবে হয়তো লাশের মিছিল আরো দীর্ঘ হতো । অনেকেই এই গণহত্যার জন্য সোহেল রানাকে দায়ী করছেন । এটা আমিও মনে করি । কিন্তু এই ঘটনায় সোহেল রানা হলো চুনোপুটি । এর পেছনের মহানায়করা এখনো রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে । এই গণহত্যা সংগঠিত হওয়ার অন্যতম কয়েকটি কারণ নিম্নরুপ-

১. কিছুদিন পূর্বে বর্তমান যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদেরের একটি ভিডিও ফাঁস হয়েছিল । যার মূল প্রতিপাদ্য বিষয় ছিল - বিগত জোট সরকারের আমলে গার্মেন্টস সেক্টর ধ্বংসের আওয়ামীলীগের ষড়যন্ত্রের স্বীকারোক্তি ।

এই ভিডিও প্রকাশই কাল হতে পারে গার্মেন্টস শ্রমিকদের জন্য । গোপন ভিডিও প্রকাশের প্রতিশোধ নেওয়ার তীব্র আকাঙ্খাই এই গণহত্যার অন্যতম কারণ ।

২. পূর্ববর্তী গণহত্যা প্রত্যক্ষ ভাবে ষংঘটিত হওয়ার ফলে সরকারের মসনদ নড়বড়ে হয়ে গিয়েছিল । কিন্তু এবার পরোক্ষভাবে গণহত্যা ঘটিয়ে আন্তরিকতার সহিত উদ্ধার অভিযান পরিচালনার নাটক করে সহানুভূতি অর্জনের ঘৃণ্য অপচেষ্টা ।

৩. উদ্ধার অভিযান চালিয়ে দেশপ্রেমিক কিংবা জনদরদী বনে যাওয়ার বাংলা সিনেমার চিরাচরিত চরিত্রের সফল বাস্তবায়ন ।

৩. বিজিএমইএ ভবন রক্ষায় মানুষের দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করার লক্ষ্যে এই ঘটনা ঘটতে পারে ।

৪. হেফাজতে ইসলামের বিরুদ্ধে নারী সমাবেশে শ্রমিকদের অসম্মতির কারণে এই ঘটনা ঘটতে পারে ।

৪. বাংলাদেশের তৈরী পোষাক শিল্পের মূল প্রতিদ্বন্ধী ভারতকে বিশ্ববাজার পাইয়ে দিতে এই ঘটনা ঘটতে পারে । কেননা সোহেল রানা ভারতে যাওয়া কিংবা আসার সময়ই গেফতার হয়েছেন ।

উপরোক্ত কারনগুলো প্রমাণিত হয়েছে এই জন্য যে -

১. এই মর্মান্তিক ঘটনার সময়ও রাষ্ট্রযন্ত্র শপথ অনুষ্ঠানের নামে আনন্দ ফূর্তির আয়োজন করেছে । যদিও বিরোধী রাজনৈতিক জোটের সকল কর্মসূচি স্থগিত / প্রত্যাহার করা হয়েছিল ।

২. এই হৃদয় বিদারক ঘটনায় রাষ্ট্রপতিকে এখনো সাভারে যেতে দেওয়া হয়নি ।

৩. মর্মান্তিক ঘটনার অনেক পরে যখন প্রধানমন্ত্রী ঘটনাস্থলে গিয়েছেন তখন মানুষের জীবন প্রদীপ নিভে যাওয়ার সব আয়োজন সম্পন্ন ।

৪. ঘটনাস্থলে মন্ত্রীদের খোশগল্প এবং অট্টহাসি ।

৫. বিদেশী সহযোগিতা প্রত্যাখান করে অনেক বেশী লোককে হত্যার ষড়যন্ত্র ।

৬. রানাকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে আসা । যেখানে মাত্র ৬০০ টাকা মূল্যের অক্সিজেনের অভাব দেখিয়ে শ্রমিকদের খুন করা হয়েছে ।

সুতরাং আমরা বলতে পারি সাভারের এই ঘটনা নিছক কোন দূর্ঘটনা নয়, এটা মানবতার বিরুদ্ধে চরম এক আওয়ামী প্রতিশোধ । কোথায় গিয়ে শেষ হবে এই আত্নঘাতি রাজনীতির ?

বিষয়: রাজনীতি

১২৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File