'' জালিমের কারাগার '' বিষয়ে লেখা আহ্বান
লিখেছেন লিখেছেন সত্য বয়ান ২৩ এপ্রিল, ২০১৩, ১২:৪০:২২ রাত
আওয়ামী ফ্যাসিবাদী জালিম সরকার তরুণ সমাজকে নিজেদের প্রতি আকৃষ্ট করতে ২০০৮ সালে ঘরে ঘরে চাকুরী দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিল । কিন্তু ক্ষমতায় এসেই আওয়ামীলীগ নিজেদের বাকশালী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটিয়েছে । তারা চাকুরীর পরিবর্তে ঘরে ঘরে মামলা উপহার দিয়েছে । আওয়ামী-বাম মহাজোট সরকার বাংলাদেশকে ৫৬ হাজার বর্গমাইল বিশিষ্ট বিশ্বের সর্ববৃহৎ কারাগারে রূপান্তরিত করেছে । বিরোধী মত দমনে জেল-জুলুমকেই তারা ব্যবহার করেছে প্রধান হাতিয়ার হিসেবে । যেখানে মানবতার বাণী নিভৃতে কেঁদেছে বিচারের কাঠগড়ায় । নির্লজ্জ দলীয়করণের মাধ্যমে বিচার বিভাগকেও তারা করেছে কলংকিত ।
সুতরাং এই জুলুমের বর্ণনা সবার মাঝে পৌঁছে দিতে আমরা " জালিমের কারাগার " শীর্ষক একটি বই প্রকাশ করতে যাচ্ছি । আপনার যদি আওয়ামী ফ্যাসিবাদ কর্তৃক জেল-জুলুমের বাস্তব অভিজ্ঞতা থাকে উক্ত বইয়ের জন্য আপনিও লেখা পাঠাতে পারেন । মনোনীত সেরা ৩০ (ত্রিশ) টি লেখা নিয়ে ছাঁপা হবে " জালিমের কারাগার " শীর্ষক বই । আর এ বই থেকে প্রাপ্ত লভ্যাংশের সিংহভাগ ব্যয় করা হবে মিথ্যা মামলায় জড়িত দরিদ্র মানুষের আইনী সহায়তায় । সুতরাং দ্রুত লেখা পাঠান ।
লেখা পাঠানোর নিয়মাবলী :
১. লেখা পাঠানোর সর্বশেষ তারিখ ৩১-০৬-২০১৩ । নির্দিষ্ট সময়ের পরে প্রাপ্ত লেখা গ্রহনযোগ্য হবেনা ।
২. লেখা পাঠাতে হবে এই ঠিকানায় ।
৩. লেখার সাথে ১ কপি ছবি , যোগাযোগের ঠিকানা ও মোবাইল নাম্বার অবশ্যই লিখতে হবে ।
৪. লেখার মূল বিষয় ঠিক রেখে অপ্রাসঙ্গিক আলোচনা থেকে বিরত থাকতে হবে ।
৫. লেখা মনোনীত হলে ই-মেইলের মাধ্যমে তা জানিয়ে দেওয়া হবে । তাছাড়া যথাসময়ে ব্লগেও মনোনীত লেখার লেখকদের তালিকা প্রকাশ করা হবে ইনশাআল্লাহ ।
যেকোন প্রয়োজনে যোগাযোগ করতে পারেন কমেন্ট কিংবা ই-মেইলের মাধ্যমে । ০১৭৪৬-৭১১১৩৩ এবং ০১৯১৯২৫১৫৫০ নাম্বারেও যোগাযোগ করতে পারেন ।
বিষয়: সাহিত্য
১৬৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন