রাজনৈতিক দলের বাংরেজি নামকরণ
লিখেছেন লিখেছেন সত্য বয়ান ১৯ এপ্রিল, ২০১৩, ১০:৫৮:৪৫ রাত
ফেব্রুয়ারি মাস এলেই বাঙ্গালী বিশেষ করে বাংলাদেশীদের বাংলা ভাষার জন্য মায়াকান্না শুরু হয়ে যায় । কিন্তু বাকি ১১ মাস আমাদের আর কোন খবর থাকেনা । কিন্তু ভাষা শহীদরা কি এই একমাস মেলার নামে আনন্দ ফূর্তি কিংবা একটা পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে দায় মেটানোর জন্য ঘাতকের বুলেটের সামনে নিজের জীবন উৎসর্গ করেছিলেন । উত্তর আসবে অবশ্যই না । মূলত তারা চেয়েছিলেন বাংলাকে রাষ্ট্রের সকল পর্যায়ে ব্যবহৃত একটি ভাষায় রূপান্তরিত করতে । ফেব্রুয়ারিতে ভাষা আন্দোলন নিয়ে সবচেয়ে বেশি মাতামাতি করে আমাদের রাজনৈতিক দলগুলো । এটা অবশ্যই একটা ভালো দিক । কিন্তু অপ্রিয় হলেও সত্য যে, আমাদের দেশের অধিকাংশ রাজনৈতিক নেতৃবৃন্দ নিজেদের এই গৌরবময় ইতিহাসের সাথে বেঈমানি করে বাংলার বদলে ইংরেজী কিংবা বাংলার বিকৃতি ঘটিয়ে বাংরেজিতে নিজেদের রাজনৈতিক দলের নামকরণ করতে দ্বিধাবোধ করেননি । বরং এতেই তারা তৃপ্তির হাসি হেসে থাকেন । অনেকেই বলতে পারেন তাদের নিজেদের দলের যেকোন নাম রাখার স্বাধীনতা তাদের আছে । এটা আমিও স্বীকার করি । কিন্তু অসংখ্য শহীদের রক্তের সাথে বেঈমানি করার কোন অধিকার তাদের নেই ।
প্রথমে সকল রাজনৈতিক দলের নিয়ন্ত্রক সংস্থা নির্বাচন কমিশন সম্পর্কে একটু আলোচনা করা যাক ------
১. নির্বাচন কমিশন নামের মধ্যে কমিশন শব্দটি সংযুক্ত করে নিয়ন্ত্রক সংস্থাই বাংলার প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন ।
২. প্রধান নির্বাচন কমিশনার নামের মধ্যে কমিশনার এবং অন্যান্য পরিভাষার মধ্যে ইংরেজি কিংবা অন্য ভাষার শব্দ সংযুক্ত করে বাংলাকে কি তারা মধ্যযুগীয় ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইছেন ?
এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট বিহীত ব্যবস্থার আশা করা সম্ভবত অরণ্যে রোদনের মত অবস্থা হবেনা ।
আমরা এখন নিয়ন্ত্রক সংস্থা কর্তৃক নিবন্ধিত ইংরেজী কিংবা বাংরেজী মার্কা রাজনৈতিক দলগুলো সম্পর্কে জানার চেষ্টা করব ----
১. বাংলাদেশ আওয়ামী লীগ ।
আওয়ামী শব্দের প্রকৃত অর্থ কিংবা শব্দটি কোন ভাষা থেকে নেওয়া হয়েছে তা ঐ দলের কেন্দ্রীয় নেতারা ও জানেন কিনা সন্দেহ আছে । জনগন তো দূরের কথা ।
২. বাংলাদেশ জাতীয়তবাদী দল - বি.এন.পি ।
এদের নামের সংক্ষিপ্ত রুপ বি.এন.পি কিভাবে হয় তা সেই প্রশ্নের জবাব দেয়ার মত সদিচ্ছা দলের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দের আছে কিনা তারাই ভালো বলতে পারবেন । তাদের সংক্ষিপ্ত রুপ হতে পারে বা.জা.দ । অনেকেই হয়তো বলবেন তারা তাদের ইংরেজী নামের সংক্ষিপ্ত রুপ দিয়েছেন । মূল নাম বাংলায় নিবন্ধন করে সংক্ষিপ্ত নাম ইংরেজিতে দেওয়ার কোন যৌক্তিকতা আছে ? এটা কি দেশপ্রেম কিংবা দেশের সংস্কৃতির প্রতি দায়বদ্ধতার মহৎ উদাহরন ? প্রশ্ন রইলো দলটির পরিচালনা পর্ষদের কাছে ।
৩. বাংলাদেশ জামায়াতে ইসলামী ।
এদেরকে নিয়ে বিরোধীরা বিতর্ক সৃষ্টি করতে ভালবাসেন । সেটা অবশ্য উভয়ের রাজনৈতিক ব্যপার । কিন্তু বাংলাদেশে রাজনীতি করবেন তো দলের নামটি বাংলায় দিতে সমস্যা কী ? বাংলায় নামকরণ তো আর হারাম নয় ।
৪. বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি ।
এই দলটিও সংক্ষিপ্ত রুপ এবং বাংরেজী নামক রোগে আক্রান্ত হয়েছেন । দলটির বর্তমান তরুণ নেতৃত্ব সম্ভবত এই রোগ সারানোর আশু ব্যবস্থা গ্রহন করবেন ।
৫. কৃষক শ্রমিক জনতা লীগ ।
ব্ঙ্গবীর খেতাব নিয়ে বাংলার মেহনতি মানুষের জন্য কিছু করবেন এটাই স্বাভাবিক । কিন্তু লীগ শব্দাট ব্যবহার না করে এর বাংলা শব্দ ব্যবহার করলে কি কোন সমস্যা হয় ?
বেশিরভাগ রাজনৈতিক দলই এমন হীনমন্যতায় ভূগছে । প্রকাশ্যে অবমাননা করছে ভাষা আন্দোলনের মূল চেতনাকে ।
তাদের নাম নিচে দেওয়া হলো -----------------
১. লিবারেল ডেমোক্রেটিক পার্টি - এল.ডি.পি
২. জাতীয় পার্টি - জেপি
৩. বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল)
৪. বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি
৫. গণতন্ত্রী পার্টি
৬. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি
৭. বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি
৮. জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি
৯. জাকের পার্টি
১০. বাংলাদেশ তরিকত ফেডারেশন
১১. বাংলাদেশ খেলাফত আন্দোলন
১২. বাংলাদেশ মুসলিম লীগ
১৩. ন্যাশনাল পিপল্স পার্টি
১৪. জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ
১৫. গণফোরাম
১৬. গণফ্রন্ট
১৭. বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি – বাংলাদেশ ন্যাপ
১৮. বাংলাদেশ জাতীয় পার্টি
১৯. ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ
২০. বাংলাদেশ কল্যাণ পার্টি
২১. বাংলাদেশ খেলাফত মজলিস
২২. বাংলাদেশ ইসলামী ফ্রন্ট
২৩. জাতীয় গণতান্ত্রিক পার্টি
২৪. বাংলাদেশের বিপ্লবী ওয়াকার্স পার্টি
২৫. জাতীয় পার্টি - জাপা
এ সকল দলসমূহের কাছে জানতে চাই - আপনারা জোট কিংবা মহাজোট করে ক্ষমতায় গিয়ে সংবিধান সহ কত কিছুইনা পরিবর্তন করেন । কিন্তু আপনাদের এই যৌক্তিক পরিবর্তনের কামনা করা কী বাংলার জনগনের বেশি কিছু চাওয়া হয়ে যায় আপনাদের কাছে ?
তবে আশার বাণী হচ্ছে - এই হীনমন্যতার মধ্যেও গুটি কয়েক রাজনৈতিক দল নিজেদের নামকরণ বাংলায় করেছে । যেমন -
১. ইসলামী আন্দোলন বাংলাদেশ
২. ইসলামী ঐক্য জোট
৩. জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ
৪. বাংলাদেশ সমাজতান্ত্রিক দল
৫. প্রগতিশীল গণতান্ত্রিক দল
৬. ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন
সুতরাং নির্বাচনী ইশতেহারে নিজেদের বদলানোর প্রতিশ্রুতি প্রদান করতে বাধ্য করতে হবে রাজনৈতিক দলগুলোকে । আর এজন্য সকল শ্রেনী পেশার মানুষদেরকে সচেতন করে তোলার দায়িত্ব সচেতন নাগরিক সমাজের । কেননা এটা দেশপ্রেমেরই একটা অংশ । কাউকে তো অবশ্যই শুরু করতে হবে । সুতরাং নিজ উদ্যোগে সবাই শুরু করুন ।
রাজনৈতিক দলসমূহের তথ্যসূত্র : বর্তমানে নির্বাচন কমিশন হিসেবে পরিচিত সংস্থার তথ্যভান্ডার ।
ফেসবুকে ভাষা আন্দোলনে যোগদিন
Click This Link
বিষয়: বিবিধ
২৪৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন