ঘা ছম ছম ভূতের গল্প: পর্ব - ১

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৯ এপ্রিল, ২০১৬, ০৯:১১:২৮ সকাল

অনেক অনেক দিন আগের কথা, বঙ্গোপসাগরের কোল ঘেঁষে একটা দেশ ছিল। সেটা ছিল গুম -খুনের দেশ। প্রতিদিনই মানুষ খুন হতো। ছেলে, বুড়ো, যুবক, তরুনী এমনকি পেটের বাচ্চারা ও বাদ যেত না। জোড়া খুন, তিন খুন, সাত খুন এ সবই ছিল মামুলী ব্যাপার। ডোবায়, খালে, বিলে, নদ-নদীতে লাশ ভেসে উঠতো প্রতিনিয়ত। ধর্ষন করে যুবতীদের খুন করা হতো। ফেলে রাখা হতো ফসলী জমিতে কিংবা জংগলে। বড় আজব ছিল সেই দেশ। এতসব খুন-গুমের যে প্রতিবাদ যে হতো না, তা কিন্তু না। মাঝে মাঝে কিছু কিছু খুনের বিরাট প্রতিবাদের ঝড় উঠতো। উওাল সারা দেশ প্রতিবদে মুখর।সব খুনের জন্য যে প্রতিবাদ হতো ত কিন্তু না। বেছে বেছে প্রতিবাদ হতো। একবার হলো কি, তনু নামে এক মেয়েকে ধর্ষন করে জংগলে ফেলে রাখা হলো। তাও আবার ক্যান্টনমেন্ট এলাকায়। ব্যস, শুরু হলো মরা তনু কে নিয়ে রাজনীতির খেলা। পায়দা নেবার তৎপরতা। এর পর পর কিন্তু আরো অনেক তনু ধর্ষিতা হয়ে মারা গেল, কেউ তাদের নাম ও জানলো না। তার কয়েদিন পর সোহান নামের এক কিশোরের ছোখ উপড়ে নিল, গুলি করে মেরে ফেলে দিল রাস্তায়, কেউ প্রতিবাদের মিছিল নিয়ে এগিয়ে আসে নি।

আচ্ছা বাবা, ওরা একজনের জন্য প্রতিবাদ করলো আর অন্য জনের জন্য করলো না কেন?

বলছিলাম না, এ এক আজব দেশ। ঐ দেশে সব কিছু ছিল আজব!

ঐ দেশে পুলিশ জনগনের টাকায় বেতন নিতো, আবার সেই জনগনকে তারা গুম,খুন করতো। মাঝে মাঝে কোন কোন এলাকার সব পুরুষকে ওরা গ্রামশূন্য করতো। মে্যেদের করত অকথ্য নির্ষাতন।

কি ভয়ংকর দেশ রা বাবা! পুলিশ নিজেরাই গুম-খুন করতো?

হ্যাঁ বাবা, ঐটা ছিল সত্যি এক ভয়ংকর দেশ। ( চলবে)

বিষয়: বিবিধ

১৭৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File