কাকে ভালোবাসবো?

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০১ সেপ্টেম্বর, ২০১৫, ০৬:৩১:১১ সকাল

সংঘঠনকে ভালোবাসতে গিয়ে যদি আল্লাহর ভালোবাসা কমে যায়, তাহলে বিজয় কিভাবে কামনা করব? কৌশলের নামে মিথ্যার আশ্রয়, সেতো সত্য বিমুখতার প্রথম ধাপ। কিছু কৌশল মানুষকে সাময়িক মুক্তি দিতে পারে, দিতে পারে স্বস্তি, কিন্তু তাতে চুড়ান্ত সাফল্য তথা বিজয় অর্জন করা সম্ভব নয়।

আমি সেই সংঘঠনের স্বপ্ন দেখি, যেই সংঘঠনের কর্মী বাহিনীর মাঝে ইসলামী আন্দোলন এবং তথা কথিত রাজনীতির মাঝে পার্থক্য করার সম্যক ধারনা থাকবে। যারা কেবল মাএ আল্লাহর সন্তোস্টি অর্জনের জন্য সংঘঠন করবে, সংঘঠনের বিজয়টা যেখানে মূখ্য নয়। আল্লাহ আমাদের প্রকৃত ব্যাপারটা বুঝার তৌফিক দান করুক, আমীন।

বিষয়: বিবিধ

১৫৮৫ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

339000
০১ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:২৭
প্রবাসী মজুমদার লিখেছেন : আপনার ভাবনাটা ভাল লেগেছে। নিজেরে বিবেকের বিচারে প্রতিটি ভাবনা এমনই হওয়া উচিত। বাস্তবতা অনেকটাই এমন যেমন করে আপনি উপস্থাপন করেছেন। আল্লাহ আমাদেরকে তার সঠিক দ্বীন বুঝার ও মানার তৌফিক দান করুন।
০২ সেপ্টেম্বর ২০১৫ সকাল ১১:৩১
280554
ওরিয়ন ১ লিখেছেন : ঝাঝাকুমুল্লাহ খায়ের। আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File