ছেলেমেয়ে দের গোল্লায় যাবার পিছনে গার্ডিয়ানদের যত সহযোগিতা
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৮ নভেম্বর, ২০১৪, ০৬:৩৪:৪৩ সকাল
১। না,না আর একটু ঘুমাক, অনেক রাত অবধি জেগে পড়ালিখা করেছে মেয়েটি/ছেলেটি। ফজরের নামাজ কাজ্বা পড়ে নিবে।
কোনটা বেশী গুরুত্বপূর্ণ নামাজ না পড়াশুনা?
২। থাক, তোমাকে এই বছর রোজা রাখতে হবে না। রমজানের পর পরই ফাইনাল পরীক্ষা। ভালো করে খাও দাও, পড়াশুনা করো, পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে। সমানের বছর রোজা রাখবা।
কোনটা বেশী গুরুত্বপূর্ণ রোজা না পড়াশুনা? সামনের বছর মেয়েটা/ছেলেটা বেঁচে থাকবে কে গ্যারান্টি দিবে?
৩। মা, আমাদের পরীক্ষাতো শেষ হলো। ক্লাসের সবাই মিলে আমরা পিকনিকে যাচ্ছি। দিনে দিনে চলে আসবো। আমাদের স্যারেরা ও থাকবেন। কোন সমস্যা হবে না।
-আচ্ছা যাও, মা সাবধানে থাকিস।
পাপ্ত বয়স্ক ছেলেমেয়েদের একসাথে সারাদিন ঘুরার সুযোগ কে করে দিল? গার্ডিয়ান নয় কি!
৪। মা, ঐ যে আমাদের ক্লাসের ফাস্ট বয় সৌরভ, সেতো ছাত্রবৃত্তি নিয়ে অস্ট্টেলিয়ায় চলে যাচ্ছে। যাবার আগে আমি তাকে বাসায় আসতে বলেছি সন্দ্ব্যায়। মা ভাবে বাসায় তো, সমস্যা কি, আমি তো আছি, ঠিক আছে মা।
মা কিচেনে, মেয়ে আর সৌরভ সারাটা সন্দ্ব্যায় ড্রয়িং রুমে জমিয়ে আড্ডা। সুযোগ কে করে দিল? গার্ডিয়ান নয় কি! )
৫। মেয়েটির অনেক জ্বর কাল রাত থেকে। মা পাশে বসে জলপট্টি দিচ্ছেন। মেয়েটি বলছে, মা, আমি মনে হয় মারা যাব।
ছি:,ছি: মা, ওমন কথা মুখে ও আনবে না। তুমি সুস্হ হয়ে উঠবা তাড়াতাড়ি।
অথচ মায়ের বলা উচিত ছিল: হ্যাঁ মা, আমরা সবাই একদিন মারা যাব, আর মরার পরই আমাদের সকল কাজের হিসাব দিতে হবে। আল্লাহ চাইলে তোমাকে তাড়াতাড়ি সুস্হ করে দিতে পারেন, আমি আল্লাহর কাছে সেই দোয়া করছি।
৬। মেয়েটা বেশ ভালো। ভার্সিটিতে হিজাব পরে যায়। বাসায় থাকলে নামাজ ও পরে। ছোট মানুষ তো ফজরের নামাজে প্রায়ই সময় উঠতে পারে না, পরে ঠিক হয়ে যাবে।
আমার বুঝতে কস্ট হয়, বিয়ে বাড়ীতে গেলে হিজাব পরে না কেন? হিজাব কি শুধু ভার্সিটির জন্য? আর ভার্সিটি পড়ুয়া মেয়েটা যদি ছোট মানুষ হয়, ফজরের নামাজের জন্য, তবে বড় মানুষের সংজ্ঞা কি হবে আপনারা বলতে পারেন?
আজকাল আমরা কাস্টোমাইজ ইসলাম পালন করি। যেটা আমার পক্ষে সহজ,যখন পালন করা যাবে, তখন সেটা পালন করি। আমরা যেন ইসলামকে কেটে কুটে চেঁছে নিজেদের ইচ্ছামত পালন করা শুরু করেছি। অথচ উচিত ছিল, নিজেকে, নিজের বদ অভ্যাস গুলোকে কেটে কুটে চেঁছে ইসলামের আদলে প্রতিস্ঠিত করা। ইসলামের জ্ঞান ও প্যাকটিস না থাকা এবং পারিবারিক ভাবে সেই আদলে ছোটবেলা থেকে গড়ে না তোলার কারনে আজকাল আমাদের দেশের ছেলে মেয়েরা বেপরোয়া হয়ে যাচ্ছে।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ১৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ইসলামকে আজ অনুষ্ঠান স্বর্বস্ব ধর্মে পরিণত করা হয়েছে!নিজের মর্জিমত এর বিধান পালন করা হচ্ছে!
চরম সত্য কিছু বিষয় তুলে ধরায় অনেক ধন্যবাদ ও জাযাকাল্লাহ আপনাকে!
তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও। শয়তানের
পদাঙ্ক অনুসরণ করো না। সে তোমাদের প্রকাশ্য
দুশমন। -সূরা বাকারা : ২০৮
মহান আল্লাহ আমাদর সবাইকে হেদায়েত দিয়ে দুনিয়া ও আখেরাতে নেক কামিয়াবী দান করুন, আমীন।
ঝাঝাকুমুল্লাহ খায়ের। || আল্লাহ আপনাকে জান্নাত বাসী করুক, আমীন। ||
হিজাব শুধু ভার্সিটিতে যাবার পোশাক নয়, সব খানে হিজাব অবশ্য পরিধেয়।
সত্যি কেটে কুটে নিজেদের ইচ্ছে মত ব্যবহার করছি, তবে যাই করি না কেন, আখেরে কিন্তু শক্ত ধরা খেতেই হবে!
মন্তব্য করতে লগইন করুন