এটাই আমাদের শেষ টার্ন।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১১ নভেম্বর, ২০১৪, ১১:১৭:১১ সকাল
আমরা চিরকাল যে ক্ষমতায় থাকিব নাহ্, সেটা ও বুঝি। ফেরাউন, নমরুদ আর গাদ্দাপীদের ইতিহাস ও আমাদের অজানা নয়। তবে ঐসব নিয়া খুব একটা মাথা ও ঘামাই না। আর তাই মানবাধিকার নিয়া দেশে বিদেশে যারা চিল্লাচিল্লি করিতেছেন, তাতে আমরা থোরাই কেয়ার করি। আমরা আমাদের মিশনের শেষ অবধি দেখিয়া লইতে চাই। দেশ- জনগন এইসব আমাদের মূখ্য বিষয় ও নহে।
আমরা নগদ যাহা পাই, হাত পেতে লই। অবশ্য আমরা নিজেরা ও যে অন্যের ক্রীড়ানক হইয়া কাজ করিতেছি, সেটা বুঝি। না করিয়া ও বা উপায় কি? ক্ষমতায় থাকার জন্য প্রয়োজন হলে আমরা নিজেদের স্বতীত্ব বিলিয়ে দিতে পারি।
তবে এতটুকু ভালো ভাবে বুঝিয়া গিয়াছি যে, এটাই আমাদের শেষ টার্ন। তাই মরন কামড় দিতে চাই। আশা করি আপানদের সাথে পাবো।
বিষয়: বিবিধ
১২০২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
চমৎকার ব্যঙময়তায় সুন্দর উপস্হাপনা ভাল লাগল! অনেক ধন্যবাদ আপনাকে....।
জাজাকাল্লাহু খাইর।
মন্তব্য করতে লগইন করুন