কোন রকম অলস মস্তিকের কল্পনা প্রসুত গল্প নয়, একেবারে খাঁটি ওয়াদা।
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ১০ নভেম্বর, ২০১৪, ০৯:৫০:০৩ সকাল
নাহ্, এবার বাড়ীর সামনে কিংবা পিছনে ঝর্ণাধারা নয়, একেবারে বাড়ীর তলদেশ দিয়ে কল কল শব্দে বয়ে চলছে পানির ঝর্ণাধারা। সামনে পিছনে নয়নাভিরাম প্রাকৃতিক দৃর্শ্য। যেদিকে দুচোখ যায়, কেবল সবুজ আর সবুজ। নাম না জানা কত কি বাহারী ফলের গাছ। আহা! আর কি সুমিস্ট সেই ফল। যত পারো আস্বাদান করো। আর্শ্চষ্যর বিষয় হলো ঐ বাড়ীর সামনে পিছনে সুমিস্ট মধু আর অমৃত সাধের দুধের বহমান নদী। আর আপনার সংগী হিসাবে থাকচ্ছে অপরুপ সুন্দরী আলোচতানয়না প্রিয় রমনী। যাদের আজ পর্ষন্ত কোনদিন কেউ স্পর্শ করেনি। যাদের এক পলক হাসির ঝলক পুরো দুনিয়াকে আলোক বন্যায় ভরে দিতে পারে। কল্পনা নয়, এতো আমার রবের ওয়াদা। আর তিঁনি আমার রব, যিঁনি কখনোই ওয়াদার বরখেলাপ করেন না।
যারা তাদের পালনকর্তাকে ভয় করত তাদেরকে দলে দলে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। যখন তারা উম্মুক্ত দরজা দিয়ে জান্নাতে পৌছাবে এবং জান্নাতের রক্ষীরা তাদেরকে বলবে, তোমাদের প্রতি সালাম, তোমরা সুখে থাক, অতঃপর সদাসর্বদা বসবাসের জন্যে তোমরা জান্নাতে প্রবেশ কর। ( ৩৯:৭৪)
বিষয়: বিবিধ
১২৬৪ বার পঠিত, ১৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
অসাধারণ নান্দনিকতায় পরম কাংখিত জান্নাতের বর্ণনা এর তা হাসিলে অবশ্যই করণীয় বিষয়গুলো কোরআনী ভাষায় উপস্হাপন করলেন ভাই!
জাযাকল্লাহু খাইরান আপনাকে!!!
মন্তব্য করতে লগইন করুন