তারেক রহমানের ধর্মীয় জ্ঞান:
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৫ সেপ্টেম্বর, ২০১৪, ০৭:০৩:৪১ সকাল
যে যেটা জানে না, বুঝে না, তাকে সেটা না বলাই উওম। আর যদি বলেন, তবে তার বক্তব্য থেকে জ্ঞানের গভীরতা সহজে মেপে নেওয়া যায়। গত মঙ্গলবার লন্ডনে তারেক রহমান ‘ধর্মভিত্তিক রাজনীতি চলতে পারে না’ বলে যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের আলোকে উনার ধর্মীয় জ্ঞান সহজেই অনুমেয়।
ধর্মীয় রাজনীতির বিরুদ্ধে অবস্থান নেয়ার অর্থই হলো ইসলামী রাজনীতি তথা জিহাদ ফি সাবিলিল্লাহর বিরুদ্ধে অবস্থান নেয়া। পবিত্র কুরআনের ১২৮ স্থানে এবং হাদীস শরীফের অসংখ্য জায়গায় জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ধর্মীয় রাজনীতি ফরজ করা হয়েছে। অথচ তারেক রহমান কাদের চাপে কিংবা ধর্ম সম্পর্কে স্বল্প জেনে এহেন ইসলামবিদ্বেষী বক্তব্য দিলেন তা মুসলিম উম্মাহকে ভাবিয়ে তুলেছে।
তারেক রহমানের ব্যক্তিগত জীবনের দিকে দৃস্টিপাত দিলে দেখা যায়,ব্যক্তিগত জীবনে উনি এবং উনার পরিবার এর মধ্যে ইসলাম ধর্মের প্যাকটিস তেমন নেই। আর বাংলাদেশের রাজনীতিতে উনি একজন চরম " দূর্নীতি পরায়ন" লোক এ কথা সবাই জানে। যাকগে, আমি সেদিকে যাচ্ছি না। তবে ইসলামের মৌলিক বিষয়গুলো নিয়ে যদি কেউ অপব্যাখা করে তবে আমরা তাকে প্রথমে সংশোধনের সুযোগ দিবো। আর যদি ইচ্ছাকৃত ভাবে ইসলামের মৌলিক বিষয়গুলো মাড়িয়ে যায়, তবে তৌহিদী জনতা নাস্তিকদের মত ঐসব জাতীয়াবদের পা চাটা কুকুরের জিব টেনে ছিঁড়ে ফেলবে।
অতএব, যা বলিবেন, বুঝে শুনে বলিবেন। যে বিষয়ে জ্ঞান নাই, সে বিষয় সম্পর্কে বক্তব্য দানে বিরত থাকুন।
বিষয়: বিবিধ
১২২২ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এখন এসব নেই।
মালিকের সংবিধানের কোন আইন কি চালু আছে?
মনগড়া সংবিধানে চলছে সব।
দ্বিত্বীয়ত বেইসড্ যদি করতে হয় তবে মুসলিমদের ধর্মের উপর বেইসড করে রাষ্ট করতে হবে, অন্য কিছুর উপর না। মুসলিমদের সবকিছুই তো ধর্মের উপর বেইসড করে হয়। মদীনার রাস্ট্র কি আরব জাতীয়তাবাদের উপর বেইসড্ করে হয়েছিল নাকি ইসলাম ধর্মের উপর বেইসড্ করে হয়েছিল?
মন্তব্য করতে লগইন করুন