ফতোয়া ও শাইখ
লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ২৯ মে, ২০১৪, ১০:১১:৫৯ সকাল
আজকাল অনলাইন জগতে শাইখদের বিচরন চোখে পড়ার মত। নেট, ব্লগ কিংবা ফেইজ বুকে পরম শ্রদ্বেয় শাইখ মোহদয় গন কিলবিল করছে, আপনাকে ফতোয়া দিবার জন্য। শুধু আপনার সমস্যাটার কথা একবার বলুন, দেখবেন চারিদিক থেকে শাইখ-মাশাইয়েখ গন শত শত ফতোয়া নিয়ে হাজির। এই শাইখ গন পারেন না, জানেন না, বুঝেন না শরী্য়তে এমন কিছু নেই বললে চলে। উনাদের এই ফতোয়া দিতে তেমন কোন ডিগ্রী, বা নলেজের দরকার নেই। উপমহাদেশের বড় বড় আলমের বিরুদ্বে ফতোয়া চান? মওদূদী, সাঈদী, নিজামী, জাকির নায়েক এর বিরুদ্বে ফতোয়া চান, নো প্রোব্লেম; এক নিমিষেই ফতোয়া দিয়ে উনাদের কাফের বানিয়ে দিবে। আবার ফরীদ উদ্দিন টাইপ লোককে বানিয়ে দিবে জগত বিখ্যাত শাইখ।
সাহাবী (রা দের কাছে কোন ফতোয়া চাওয়া হলে উনারা একজন আরেকজন কে রেফার করতেন। উমর ফারুক (রা এর কাছে কোন এক ব্যাপারে জানতে চাওয়া হলে, উনি বললেন, এই ঘটনা কি ঘটেছে? বলা হলো, না। উনি বললেন, যখন ঘটনা ঘটবে, তখন আসবে, আর আমি বদরের সাহবীদের ডাকব, তারপর পরামর্শ করে জানানো হবে। আর আমরা কি করছি আজকাল? ডেকে ডেকে মানুষদের কে ফতোয়া দিচ্ছি।
গতকাল একজন ফতোয়া দিলেন, "তাকবীর - আল্লাহু আকবর" এই শ্লোগান দিয়ে মিছিল করা যাবে না। কারন আল্লাহর রাসূলতো এইভাবে মিছিল করেন নাই। জামা্য়াত-শিবির ভাইরা বলুন আপনাদের দলে এত বড় বড় শাইখ থাকতে সিম্পল এই কথাটা আপনারা এতদিন বুজেন নাই?
এই ফতোয়া দানকারী মহান বূজর্গ ব্যক্তিটিকে কি আপনাদের দলে নেয়া যায় না?
বিষয়: বিবিধ
১৩৩৪ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এ কাঠমোল্লার দল ফতোয়া দেয়া ছাড়া আর কিছু্ ভাল পারেনা।
আমাদে খালি কলসী
তাই বাজে বেশী
মন্তব্য করতে লগইন করুন