গণবিচ্ছিন্ন বামপন্হীরা বাংলাদেশে লুটেরা ধনীকশ্রেণী এবং কর্পোরেট পূঁজির অংশ।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৫ মার্চ, ২০১৩, ১০:৩০:৪৭ রাত

গণবিচ্ছিন্ন বামপন্হীরা বাংলাদেশে লুটেরা ধনীকশ্রেণী এবং কর্পোরেট পূঁজির অংশ। ব্যক্তিগত আলাপচারিতায় তারা নিজেদের গরীব, মেহনতী মানুষের বন্ধু হিসাবে জাহির করেন। বয়স্করা ষাট দশকের শ্রেণী সংগ্রাম ও বিপ্লবের রোমান্স স্মরণে নষ্টালজিক হন। কার্যত তাদের অবস্হান গরীব মানুষের বিপক্ষে। আদর্শগত ভাবে বর্তমানে তাদের একমাত্র কাজ ধর্মীয় মূল্যবোধের বিরুদ্ধাচারণ, সুযোগ-সুবিধা মত ধর্মের উপর চোরাগুপ্তা আক্রমণ। প্রায়শঃই এই আক্রমণ বৃহত্তর জনগোষ্টির কাছে উন্মোচিত হলে এরা ছল-চাতুরীর আশ্রয় নেয়। যেমন প্রথম আলোর সম্পাদককে দেখেছি বায়তুল মোকাররমের খতীবের কাছে ক্ষমা চাইতে। সম্প্রতি ধর্মবিদ্বেষী ব্লগার রাজীবের ব্যাপারে দেখা গেল সত্য স্বীকার না করে হ্যাকিং এর মিথ্যা অজুহাত তুলতে। ছলনাশ্রয়ী বামদের তুলনায় ধর্মপন্হী বিশেষত ইসলামী রাজনীতি অনেক গণসম্পৃক্ত। ইতিহাসের ধারাবাহিকতায় ১৯৭১ সালে ইসলামপন্হীরা বাংলাদেশের পক্ষে অবস্হান নিতে পারে নি। বরং তারা ভারত আশ্রিত আমাদের মুক্তিযুদ্ধকে দেখেছে বিপদ হিসাবে। তাদের কাছে পাকিস্তান রক্ষা করা হয়ে উঠলো পবিত্রযুদ্ধ। যুদ্ধে হিংস্রতা থাকে, ঘটে নিষ্ঠুরতা। রক্তপাত যুদ্ধের স্বাভাবিক পরিণতি। এ সবই মুক্তিযুদ্ধে ঘটেছে। সর্বোপরি জাতি হয়ে পড়েছিল বিভক্ত। একদিকে ইসলাম ও মুসলিম জাতীয়তাবাদীরা অণ্যপক্ষে সেক্যুলার ও বামপন্হীরা। স্বাধীন বাংলাদেশে আমরা বিজয়ী পক্ষকে দেখলাম লুটতরাজ, দূর্ণীতি, স্বৈরাচারিতা ও সন্ত্রাসে জড়িয়ে পড়তে। জনগণ যাদের বন্ধু ভেবে মাথায় তুলে নিয়েছিল তারাই মানুষের খাদ্য এবং অধিকারে পদাঘাত করে বনে গেল শোষক ধনীক শ্রেণী। সেক্যুলাররা শোষণে, অত্যাচারে এগিয়ে রইলো। বামরা তাদের উচ্ছিষ্টভোগী, বিভ্রান্ত ও ধর্মবিদ্বেষী। আজ স্বাধীন বাংলাদেশে যুদ্ধের নির্মমতার জণ্য কে কতখানি দায়ী নির্ণয় করতে চাইলে ইতিহাসের প্রেক্ষাপট সামনে রাখতে হবে। সেক্যুলার ও বামপন্হীরা বিজয়ী অবস্হানের সুযোগে চেষ্টা করবে প্রতিপক্ষকে নির্মূল করতে। মিথ্যা অভিযোগেও চাইতে পারে অনেকের ফাঁসি। আজকের প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করতেই হবে।স্বাধীনতার পক্ষ বিপক্ষ নিয়ে পানি যত ঘোলা হবে ততই শোষণ লুটপাটের কায়েমী রাজত্ব অক্ষুন্ন রাখার সুবিধা। ইসলামপন্হীদের কালিমা থেকে থাকলে তাকে স্বীকার করে নিজকে পরিচ্ছন্ন করার উপায় বের করতে হবে।

বিষয়: বিবিধ

১০৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File