সেক্যুলারিষ্ট, বাম-রামদের দ্বিমুখী চরিত্র, ১৯৭১-এর নির্মমতা ও শাহবাগ এক্টিভিষ্টদের উদ্দেশ্য।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০১ মার্চ, ২০১৩, ০৯:৪৪:২৬ রাত

পাকিস্তানে 'পি পি পি'- র জুলফিকার আলী ভূট্টোকে যখন খুনের অপরাধে ফাঁসি দেওয়া হয়, আমার ব্যক্তিগত অভিজ্ঞতায় বাংলাদেশের বহু আম-বাম বলয়ের সুশীলদের হায় হায় করে উঠতে দেখেছি। ১৯৭১ এর বাংলাদেশে গণহত্যা, নির্মমতার মূল দায়বদ্ধতা ও অপরাধের প্রথম দু'চার জন দায়ী ব্যক্তিদের একজন নিঃসন্দেহে ভূট্টো। এই অক্সফোর্ড শিক্ষিত কুলাঙ্গারের শাস্তিতে যারা অনুতাপ করেন তাদেরই যখন শাহবাগ চত্বরে কথিত যুদ্ধাপরাধী বাংলাদেশের নাগরিকের প্রায় বিনাবিচারে ফাঁসি দেওয়ার জণ্য উন্মক্ত হয়ে উঠতে দেখি তখন সচেতন নাগরিক হিসাবে প্রশ্ন না তুলে পারি না। এরা অবুঝ, অজ্ঞান তরুণ মনে নিজের ভাইয়ের প্রতি ঘৃণা, বিদ্বেষের বিষবাষ্প ঢেলে দিচ্ছেন। বলছেন তরুণরাই তাদের নেতা। তাহলে আপনারা পদত্যাগ করে তরুণদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছেন না কেন ?

আম-বাম, রামদের স্বীকৃত, সুস্পষ্ট ইসলাম ও জামাত বিদ্বেষের কারণে তাদের দ্বারা স্বচ্ছ, নিরপেক্ষ বিচার অসম্ভব। আম-বামদের কাছে পুরো রাজাকার ইস্যুটি রাজনৈতিক ফায়দা তোলার হাতিয়ার। আমরা যদি ১৯৭১-এর গণহত্যা, নির্মমতার বিচার চাই, আজকের প্রেক্ষাপটে জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়কে যুক্ত করতেই হবে। তখন আমরা পাকিস্তানের কাছেও আসল যুদ্ধাপরাধীদের বিচার চাইতে পারবো। ১৯৭২ সাল ছিল উপযুক্ত সময়। তখন বর্তমান আম-বামদের পূর্বসূরীরাই ফরজ কাজটি করেন নাই। আজ এত বছর পর বিষয়টি অনেক জটিল ও ব্যাপক পরিসরের কাজ হয়ে উঠেছে। শাহবাগের অবুঝ তরুণদের নৃর্ত্য, গীত এবং বেআইনী শ্লোগানের মধ্যে যারা সমাধান খোঁজেন তাদের উদ্দেশ্য নিয়ে সন্দেহ জাগাটাই স্বাভাবিক।

বিষয়: বিবিধ

১১৫২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File