ব্যার্থ ও দূর্ণীতিগ্রস্হ সেক্যুলার / বাম শক্তির হিংসার ছোবলে আক্রান্ত ইসলামী ব্যাংক।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২৫ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:২৯:০৫ রাত

ইসলামী ব্যাংক একটি সফল প্রতিষ্ঠান। বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতিতে এই ব্যাংকের অবদান সুষ্পষ্ট। সন্ষ্ণয়, বিনিয়োগ, রেমিট্যান্স, কর্মসংস্হানে রয়েছে বিশাল ভূমিকা। ব্যাংকিং প্রতিষ্ঠান হিসাবে ইসলামী ব্যাংকের আছে আন্তর্জাতিক সুনাম ও স্বীকৃতি। বাংলাদেশের সফল একটি অর্থনৈতিক কাঠামোয় আঘাত কেন ? বলা হয়ে থাকে এই প্রতিষ্ঠানে বহু জামায়েতে ইসলামীর কর্মী জড়িত। আমার প্রশ্ন বাংলাদেশ নামের রাষ্ট্রে লক্ষ, লক্ষ জামায়েতে ইসলামীর কর্মী, সমর্থক বসবাস করে, তাই বলে আপনি বাংলাদেশ রাষ্ট্রকে আঘাত করবেন ? এই সকল তৎপরতা নিঃসন্দেহে রাষ্ট্রদ্রোহীতা। সত্য হল ব্যার্থ ও দূর্ণীতিগ্রস্হ সেক্যুলার / বাম শক্তির হিংসার ছোবলে আক্রান্ত ইসলামী ব্যাংক। এরা গত ৪২ বছরে নিজেরা কিছুই গড়তে পারে নি। বরং রাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠানকে দূর্ণীতিতে নিমজ্জিত করেছে, অনিয়মকে নিয়মে পরিণত করে অকার্যকর করেছে।

বিষয়: বিবিধ

৯৮২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File