আজকের বাংলাদেশের ঘটনাবলী থেকে দু'টো সত্য অস্বীকার করা যাবে না।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:২৯:০৩ রাত

আজকের বাংলাদেশের ঘটনাবলী থেকে দু'টো সত্য সপ্ষট-

১) শাহবাগ চত্বরের এক্টিভিষ্টদের তুলনায় জামায়ত-শিবিরসহ ইসলামী রাজনীতি অনেক বেশী গণসম্পৃক্ত।

২) সারাদেশে শাহবাগসম্পৃক্ত এক্টিভিষ্টদের পৃষ্টপোষকতা ও রক্ষণাবেক্ষণ করছে সরকার। সমেবত এক্টিভিষ্টরা মূলতঃ আওয়ামী লীগ বলয়ের ছাত্র, যুবক ও বিভিন্ন বয়সের কর্মী।

গণমাধ্যম উপর হামলা প্রমাণ করে প্রচার- প্রপোগান্ডা কিছু মানুষকে বিভ্রান্ত করলেও করতে পারে। কিন্তু বাস্তবতাকে হাওয়ায় মিলিয়ে দেওয়া যায় না।

বিষয়: বিবিধ

১১৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File