মিডিয়া টাইগার ডঃ কামাল হোসেন ও ডাঃ বি চৌধূরী

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২০ ফেব্রুয়ারি, ২০১৩, ০২:৪২:২২ দুপুর

ডঃ কামাল হোসেন ও ডাঃ বি চৌধূরী বাংলাদেশের দুইজন কৃতী সন্তান। একজন মেধাবী আইনজীবি, অণ্যজন মেধাবী চিকিৎসক। শিক্ষাগত যোগ্যতা ও মেধায় অত্যন্ত উঁচুস্তরের। দুইজনেই রাজনীতিতে উৎসাহী। আপনি যদি মনে করেন প্রাতিষ্ঠানিক শিক্ষা, প্রশিক্ষণ ও পেশাগত জীবনে কৃতিত্বপূর্ণ সাফল্য জাগতিক জীবনের সর্বক্ষেত্রে কোন মানুষকে নির্ভূল ও বিতর্কের উর্ধ্বে পৌঁছে দেয় তবে তাদের কোন কথারই আলোচনা, সমালোচনা নিরর্থক। আমি উনাদের সমকক্ষে অবস্হান করি না। কিন্তু আমি নির্ধিদ্বায় জীবনের যে কোন ব্যাপারে তাদের সকল অভিমত, কর্মকান্ড মেনে নিতে প্রস্তুত নই। আমার ধারণা জীবনের অনেক ক্ষেত্রে বিশেষতঃ কোন জাতির ভাগ্য নির্ধারণ বা রাজনৈতিক কাঠামো বিন্যাসে উনাদের স্তরের মানুষদের পরামর্শ হতে পারে গণমানুষের স্বার্থের বিপরীত,ক্ষতিকর এবং ভুল। বাংলাদেশের রাজনীতিতে ডঃ কামাল হোসেন ও ডাঃ বি চৌধূরীর অবস্হান পার্শ্ব চরিত্রে। দুইজনই আমাদের রাজনীতির দুই God mother শেখ হাসিনা ও খালেদা জিয়ার উথ্থান ও প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আওয়ামী লীগ বা বিএনপি 'র দলীয় কাঠামোর বাইরে উনারা কেবলই মিডিয়া টাইগার। অনেক বিষয়ে তাদের মতামতে জনমত প্রতিফলিত হয় না। বাংলাদেশে জনমত প্রতিফলনে নির্দলীয় কাঠামোয় নির্বাচনকালীন সরকারের সাফল্য ধ্বংস করার জন্য অপরাজনীতির ধারক বাহকরা আজ তৎপর। সুষ্ঠ ও অবাধ নির্বাচন বিরোধী ধ্বংসাত্বক তৎপরতা রুখে দেওয়াই এখন সময়ের দাবী। ডঃ কামাল হোসেন ও ডাঃ বি চৌধূরীর কাছে বিনীত অনুরোধ আপনারা অবিলম্বে নির্দলীয়, কার্যকর নিরপেক্ষ নির্বাচনকালীন সরকার গঠনের দাবির প্রতি একাত্ব হন, ভূমিকা রাখুন। রাগ- অনুরাগ, ভীতি- লোভের উর্ধে প্রজ্ঞার সাথে জাতির বিবেক হিসাবে কাজ করবে এমন একটি সুশীল সমাজ গড়ে তোলায় অবদান রাখুন।

বিষয়: বিবিধ

১১৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File