সংবিধান সংশোধন প্রক্রিয়া

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ২২ নভেম্বর, ২০১৩, ০২:২৬:৩২ দুপুর

সংবিধান সংশোধনের প্রক্রিয়া নিয়ে আমাদের ভাবা উচিত। সংবিধান একটি নির্দিষ্ট জাতিরাষ্ট্রের জনগণের সামাজিক চুক্তি। জনগণই এর স্বত্মাধিকারী। সংবিধানে যে কোন সংযোজন, বিয়োজন বা পরিবর্তন জনসাধারণের প্রত্যক্ষ সম্মতিতে হতে হবে। প্রতিষ্ঠিত সংবিধানের অধীনে নির্বাচিত সংসদ সংখ্যাগরীষ্ঠতার জোরে সংবিধান পাল্টিয়ে ফেলার অধিকার রাখে না।আদালতের রায়ের দোহাই দিয়েও নয়। আদালত সংবিধানের অভিভাবক কিন্তু পিতা নন। অভিভাবক হিসাবে ভাল-মন্দ নির্দেশনা, সতর্কতা্, মন্তব্য করতেই পারেন। তবে সিদ্ধান্ত নেওয়ার অধিকার জনগণের। মূল জনগণ যে মতামত দিবেন সংবিধানের বিষয়ে তাই চূড়ান্ত। কতিপয় বিচারপতি, সংসদ সদস্য, আমলা জনরায়কে অস্বীকার করতে পারেন না। এটাই হল গণপ্রজাতন্ত্রের স্পিরিট। জনগণের প্রত্যক্ষ মতামত প্রকাশের একটি মাধ্যম গণভোট। যে সংবিধান গণভোটের বিধান তুলে দ্যায় তা জনগণের সংবিধান থাকে না। বলা যায় সংসদীয় ক্ষমতার অপব্যাবহার করে আওয়ামী লীগ গণপ্রজাতন্ত্রের মূল স্পিরিটকে ধ্বংস করেছেন। পুরো সংসদীয় দলকেই রাষ্ট্রদ্রোহের অপরাধে বিচারের মুখোমুখি করা উচিত। মহামান্য আদালত কি এ' বিষয়ে স্বতঃপ্রণোদিত হয়ে রুল জারী করতে পারেন না?

বিষয়: বিবিধ

১২৫৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File