আ'লীগ মহাজোটের নূতন চাল 'শাহবাগ'

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৩:৪৬ সন্ধ্যা

শাহবাগের মোড়ে কতিপয় ব্লগার বর্তমান সরকার তথা আওয়ামী-কম্যুনিষ্ট মহাজোটীয় বলয়ের সর্বাত্বক সহযোগিতায় যে কর্মকান্ড শুরু করেছে তা কি ভাবে একজন সুস্হ মস্তিষ্কের দেশপ্রেমিক নাগরিক সমর্থন করতে পারে? এখানে কোথায় যুদ্ধাপরাধী চিহ্নিত ও বিচারের প্রক্রিয়া ? বক্তব্যে, তৎপরতায় দিবালোকের মত সপ্ষট এরা চাচ্ছে ইসলাম, বিশেষত রাজনৈতিক শক্তি হিসাবে ইসলামের উৎখাত এবং পরিবেশ সৃষ্টি করা যাতে আওয়ামী লীগ ক্ষমতায় নির্বিঘ্নে অনির্দিষ্ট কালের জন্য থেকে যেতে পারে। তাদের সরকার, তাদের তৈরি করা ট্রাইব্যুনাল অথচ রায় মানি না। বলতে চাচ্ছে সরকার আঁতাত করে রায় ঠিক করছে। অদ্ভূত, তা হলে কি ভাবে ন্যায়বিচার হবে? সে ক্ষেত্রে তাদের প্রধাণ দাবী হওয়া উচিৎ বর্তমান সরকারের পদত্যাগ। কিন্তু আমরা দেখছি সরকারের ব্যক্তিবর্গের সংগে দহরম মহরম। দ্বিতীয় দাবী হওয়া উচিৎ বর্তমান ট্রাইব্যুনাল ভেংগে কি ভাবে শক্তিশালী কোর্ট তৈরি করা যায় সেই ব্যাপারে পরামর্শ রাখা।

ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মদদে সৃষ্ট উত্তেজনা ও উচ্ছৃংখলতা আওয়ামী মহাজোটকে কি অভিষ্ট লক্ষ্যে পৌঁছিয়ে দেবে ? বি এন পি ২০০৭ এ সাংবাধিনিক ধারাবাহিকতায় নির্বাচন অনুষ্ঠান নিশ্চিত করতে ব্যর্থ হয়েছিল, আওয়ামী তান্ডবে নির্বাচন ভন্ডুল হতে চেয়ে চেয়ে দেখেছিল,যার মূল্য তাকে আজও দিয়ে যেতে হচ্ছে। তেমনি ২০১৩ সালেও কি বিএনপি চেয়ে চেয়ে দেখবে, দেখি না কি হয় ? আর অণ্যপক্ষ ছিনিয়ে নিবে ক্ষমতার কেন্দ্র।

বিষয়: বিবিধ

৮৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File