মুসলিম বিশ্বে স্যেকুলারিষ্ট-নাস্তিকদের হিংস্র রোবটগোষ্টি এবং মধ্যপ্রাচ্যের তথাকথিত আরব বসন্তের পরিণতির শিক্ষা।
লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৬ আগস্ট, ২০১৩, ০৬:১০:১৮ সন্ধ্যা
মুসলিম বিশ্বে ইওরোপীয় কলোনীয়াল শাসনের উত্তরাধিকারত্ব বহন করছে এ’দেশের স্যেকুলারিষ্ট-নাস্তিক গোষ্টি। এরা নিজ জনপদের ঐতিহ্যকে ঘৃণা করে, এদের ট্যালেন্ট ও সৃজনশীল বুদ্ধিচর্চা খুবই নিম্নস্তরের, ইওরোপীয়দের বিনা প্রশ্নে প্রভূ জ্ঞানে ভক্তি করে এবং এক ধরণের হীনমন্যতায় আক্রান্ত। পশ্চিমের স্যেকুলারাজিম বা নাস্তিকতা অবধারিত ভাবে ভোগবাদী ইহজাগতিকতার জন্ম দিয়েছে। মূলতঃ একটি পণ্য সভ্যতা। এই সভ্যতায় মানুষের লক্ষ্য পণ্য, জীবনের সবকিছুই পণ্যের মানদন্ডে বিচার্য। এখানে পরিবার পণ্য, সন্তান পণ্য, ভালবাসা পণ্য। এই ভোগলিপ্সার সভ্যতা মুসলিম বিশ্বের স্যেকুলারিষ্ট-নাস্তিকদের করে তুলেছে দূর্ণীতিবাজ্, অসৎ, প্রতারক এবং প্রচন্ড রকমের স্বার্থপর। এই মেরুদন্ডহীন অসৎ গোষ্টি ইঙ্গ-মার্কিন স্বার্থ রক্ষায় রোবটের ন্যায় কাজ করে। দেশে দেশে জনপ্রশাসন্, সামরিক বাহিনী্, আধুনিক মিডিয়ায় এদের বিশাল আধিপত্য। আরবান এলিটদের গরিষ্ঠ অংশই পশ্চিমী পণ্য সংষ্কৃতির দাস ও মোহমুগ্ধ।
মুসলমানদের যে অংশটি ইসলামী মূল্যবোধ এখনো লালন করছে, যারা ইসলামী আধুনিকতা বা প্রগতিশীলতায় বিশ্বাসী, তাদের বুঝতে হবে মুসলিম বিশ্বে গণতান্ত্রিক পথেও ইসলামী শাসন প্রতিষ্ঠা ইঙ্গ-মার্কিন সাম্রাজ্যবাদী বলয় কখনই মেনে নিতে চাইবে না। এই বিরোধীতা শুধুমাত্র আদর্শিক দন্ধে নয়্, এর সাথে যুক্ত আছে পৃথিবীর ভূমি এবং সম্পদের দখলদারিত্বের স্বার্থ। তাদের মোহে মুগ্দ্ধ, এই সমস্ত দেশের প্রশাসন, আর্মড ফোর্সেস ও মিডিয়ায় পরাক্রমশালী স্যেকুলারিষ্ট-নাস্তিকদের রোবটগোষ্টি হবে যে কোন ধরনের ইসলামী জাগরণ নস্যাৎ ও নির্মূলের প্রধাণ হাতিয়ার।
মধ্যপ্রাচ্যের তথাকথিত আরব বসন্তের পরিণতি আমাদের নিকট এই সত্যকেই প্রকাশ করছে।
বিষয়: বিবিধ
১১৯০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন