মহাজোটের সৃষ্ট মহাজট বুঝবো না, আমরা কি এতই রাজনৈতিক প্রতিবন্ধী ? না কি আমরা বিবেক প্রতিবন্ধী?

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ৩১ মে, ২০১৩, ০২:০৮:৩৭ দুপুর

সেদিন এক টিভি টক শো তে আওয়ামী এম পি গোলাম মাওলা রণি সাহেবকে দেখলাম বাংলাদেশে নিকৃষ্ট ধরনের আওয়ামী স্বেচ্ছাচারি শাসন চাপিয়ে দেওয়ার ষড়যন্ত্রকে তথাকথিত চিরাচরিত গণতান্ত্রিক পদ্ধতির নামে আড়াল করার চেষ্টা করছেন। ভয়ানক ব্যাপার হল তিনি বলতে চেয়েছেন আজ পর্যন্ত জাতীয় জীবনে দৃষ্টান্ত স্হাপনকারী কৃতিত্ব কেবল আ'লীগই করেছে। কি জঘন্য মিথ্যাচার। একজন সাবেক বিচারপতিসহ দু'চারজন বিচারপতির একটি রায় কখনই গণতন্ত্র নয়। বরং এ'ধরনের রায় বাংলাদেশের গণতন্ত্রের নাজুক অবস্হাকে 'রানা প্লাজা'র মত ধ্বসিয়ে দিবে। আমাদের শিক্ষিত সমাজ ষড়যন্ত্রটি কেন বুঝবেন না ? আ'লীগ কি বি এন পি দলীয় সরকারের অধীন জাতীয় নির্বাচন করবে ? তারা কি বিচারপতি কে এম হাসান, আজিজ সাহেবদের মেনে নিয়েছিল ? তাদের দল, জোট, মিডিয়া ২০০৬-'০৭ সালে কেবলই কি তত্ত্বাবধায়ক সরকারের দলীয় সংযোগের ছিদ্রান্বষনে সদাব্যস্ত ছিল না ? দলীয় সরকারের অধীন নির্বাচনের স্বপ্ন বাস্তবায়নে আ'লীগ মহাজোট সংবিধান সংশোধন করেছে। ধরে নেই যদি ঐ নির্বাচনে বি এন পি জোট ক্ষমতাসীন হয়, তাহলে পরবর্তী টার্মে আ'লীগ কি দলীয় সরকারের অধীন নির্বাচন করবে ? তারা কি আবার সংবিধান সংশোধন করে নির্বাচনকালীন সরকারের নূতন ফর্মুলা নিয়ে হাজির হবে না ? ক্ষমতা হাইজ্যাকের আওয়ামী ছলা কলা ঐতিহাসিক। জাতির জীবনে নিত্য নতূন রাজনৈতিক, অর্থনৈতিক সংকট সৃষ্টিতে তাদের জুড়ি নেই। মেরূদন্ডহীন সুবিধাবাদী শিক্ষিত সমাজকে ধিক্কার জানাই,যারা এই ঐতিহাসিক সত্যতা আড়াল করেন। নিজেদের জন্য লাভজনক পদ, পদবী নিশ্চিত করার প্রয়াসে আজ যারা জাতির গণতান্ত্রিক ভবিষ্যৎ কে অন্ধকারাচ্ছন্ন করছেন তারা বিবেক প্রতিবন্ধী। এম পি সাহেবদের মত শুধু রাজনীতিতে নয়, এই বিবেক প্রতিবন্ধীরা জনপ্রশাসন, আদালত, আইন-শৃংখলা বাহিনীসহ সমাজের সর্বস্তরে সক্রিয়। এরা প্রজাতন্ত্রের নাগরিক হিসাবে নয় দলীয় আনুগত্য নিয়ে অবৈধ প্রাচুর্যের মাঝে বসবাস করতে চান। মানবাধিকার, আইনের শাসন, গণতন্ত্র, দেশপ্রেমকে দলীয় আসনের নীচে চাপা দিয়ে নিশ্চিতে ঘুমান। সমাজের বৃহত্তর জনগোষ্টী যদি রাজনৈতিক প্রতিবন্ধী হয়, যার যার অবস্হান থেকে গণতন্ত্র ও সুশাসনের জন্য সরকারের উপর নিরন্তর চাপ সৃষ্টি না করে তাহলে এ' সুখনিদ্রার অবসান হবে না।

বিষয়: বিবিধ

১০৪৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File