হেফাজতে ইসলামের ঈমান রক্ষার সংগ্রামের সাথে মিথ্যা ও দুর্ণীতি বিরোধী আন্দোলনের শ্লোগান যুক্ত করুন।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৩ এপ্রিল, ২০১৩, ০১:৫৭:৪৩ দুপুর

হেফাজতে ইসলামের লংমার্চ থেকে ধর্মদ্রোহিতা প্রতিরোধের আন্দোলনের সাথে দুর্ণীতি বিরোধী সংগ্রাম সংযুক্ত করার অনুরোধ জানাই। বাংলাদেশের বিভিন্ন বিবাদমান পক্ষ সমূহের মধ্যে আ'লীগ সহ সর্বাধিক সংখ্যক পক্ষকে (বাম/রাম ছাড়া ) অনেকটা কাছাকাছি আনার সুযোগ এই ফোরামের আছে। বৃহত্তর জনগোষ্টিও তাদের উপর আস্হাশীল। ঈমান রক্ষা আন্দোলনের সাথে তারা যদি চরিত্র রক্ষার আন্দোলনকেও যুক্ত করেন তা'হলে মানুষের আস্হা ও বিশ্বাস আরো বৃদ্ধি পাবে। দুর্ণীতি ও মিথ্যাচার আমাদের ঈমান-আমল সবই ধ্বংস করে দিচ্ছে। মুহাম্মদ(দঃ) যেমন মিথ্যাকে ছাড়ার উপদেশ দিয়েছিলেন যা পরিণতিতে খাঁটি মুমিন তৈরী করে।ধর্মদ্রোহিতা, দুর্ণীতি, মিথ্যাচার, সুবিধাবাদিতা, ক্ষমতালিপ্সা,মানবতাবিরোধী অপরাধ, সন্ত্রাস ইত্যাদি দুর্গন্ধময় পরিবেশ থেকে মুক্ত একটি ফোরাম হয়ে উঠার সুযোগ হেফাজতে ইসলামের রয়েছে। যারা সরকারী ক্ষমতা দখল নয়, অভিভাবক হিসাবে জাতিকে দিকনির্দেশনা দেবেন। কতখানি বুদ্ধিমত্তা, জ্ঞান ও প্রজ্ঞার পরিচয় উনারা দিতে পারেন তাই দেখার বিষয়। আরেকটি বিষয় নজরে রাখতে হবে, এই আন্দোলনকে চরম প্রতিকূলতার মুখোমুখি দাড়াতে হবে। কায়েমী স্বার্থের বাধার মধ্যে সামনে এগুতে চাইলে সংঘাত অনিবার্য। ইসলামে সংঘাতের স্হান নাই এ' তথ্যটা কি সঠিক ? মোহাম্মদ (দঃ) জীবনী আমি বহুবার পড়েছি। উনার পুরো নবুয়তী জীবনই সংঘাতময়, যুদ্ধ-সংগ্রামের মধ্যে কেটেছে। অন্যায় ও কুফুরীর বিরুদ্ধে সংগ্রামের শিক্ষাও 'কোরআন' এবং হাদীসেই আছে।

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File