আজ সাঈদীর ভক্তরা চাঁদে তারঁ প্রতিচ্ছবি দেখেছেন!
লিখেছেন লিখেছেন শাহাবাগ ০২ মার্চ, ২০১৩, ১০:৫৭:৩৮ সকাল
ফজরের নামাজের পর থেকে মোবাইলে ফোনের পর ফোন। চাদ দেখেছেন?
আমি বললাম,কেন? চাঁদ দেখার কী আছে?
-চাঁদে আল্লামা সাঈদীর প্রতিচ্ছবি দেখা যাচ্ছে।
আমি বিস্মিত। কী উদ্ভূত কথা!
চাঁদে কারো ছবি দেখা সম্ভব?
কৌতূহলে বেলকোনীতে দাঁড়ালাম। আজকের চাঁদটা একটু অন্য রকম লাগছে।
চাঁদের মাঝে কালোর আভা একটু বেশি। চাদের মাঝখানটা ফাঁকা ফাঁকা লাগছে। এর বেশি কিছু আমি বুঝতে পারলাম না।
রমে প্রবেশ করে শুয়ে পড়লাম। কুষ্টিয়া, ঝিনাইদহ, কোটঁচাদপুরসহ
বিভিন্ন জায়গা থেকে ফোন আসতে লাগলো। তারা দেখেছেন, আমি দেখেছি কিনা?
-না আমি তো দেখতে পাই নি
- ফজরের নামাজের আগে ভালো দেখা গেছে।
- সেটা কীভাবে সম্ভব?
- এটাই সত্যি।
বিশ্ববিদ্যালয়ের একজন সিনিয়র শিক্ষককে ফোনে বিষয়টির ব্যাখা জানতে চাইলে তিনি বললেন,চাঁদে মিলিয়ে দেখলে অনেক কিছুই দেখা সম্ভব? এটা সাঈদী সাহেবের ভক্তদের তাঁর প্রতি গভীর ভালোবাসার সাইকোলোজিক্যাল ম্যাটার হতে পারে। আমি এছাড়া কোরাআন,হাদীসের দৃষ্টিতে আর কোন যৌক্তিক ব্যাখা পেলাম না।
কিন্তু সারা দেশে এটি রটলো কীভাবে?
আমার গ্রাম থেকে ফোনেও একজন বললেন এঘটনা। বললেন আমারাও আর বসে থাকবো না লাঠি-সোটা যা আছে তা নিয়েই আজ শহরে যাবো মিছিল কর
বুঝলাম আজও সারা দেশে ব্যাপক বিক্ষোভ হতে যাচ্ছে।
কী হতে যাচ্ছে আল্লহই ভালো জানেন , আল্লাহ মুসলমানদের হেফাজত করুন।
বিষয়: বিবিধ
১৯৩৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন