হেফাজতের একদিনের অবরোধে সরকারের কী হবে?
লিখেছেন লিখেছেন শাহাবাগ ০৩ মে, ২০১৩, ১২:০৪:১৫ দুপুর
সবার দৃষ্টি এখন ৫ মে ঢাকা অবরোধ কর্মসূচির দিকে। কী হতে যাচ্ছে সেদিন! সবার মাঝে কৌতূহল, আগ্রহ। ১৩ দফা দাবিতে হেফাজতে ইসলাম ঘোষিত এই কর্মসূচিকে ঘিরে দেশজুড়ে সৃষ্টি হয়েছে উদ্বেগ আর আতঙ্ক।
রস্তুতি সম্পর্কে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি ফয়জুল্লাহ বলেন, ঢাকা অবরোধের প্রস্তুতি সম্পন্ন হয়ে আছে। লাখ লাখ আলেম ও তৌহিদি জনতা ঢাকার প্রবেশমুখগুলোতে শান্তিপূর্ণভাবে অবস্থান নেবেন। কোনো বাধাই ঈমানি এই আন্দোলনকে দমাতে পারবে না। অবরোধের সময়সীমা প্রসঙ্গে হেফাজতের এ নেতা বলেন, প্রাথমিকভাবে আমরা আশা করছি সরকার কোনো বাধা না দিলে আমরা কর্মসূচি সন্ধ্যার মধ্যেই শেষ করে চলে যাব।
আমি বুঝতে পারি না এই একদিনের অবরোধ কঠোরভাবে পালিত হলেও তাতে সরকারের কী হবে?
কারণ দেশের ক্ষতি হলে তো এসরকারের ক্ষতি নেই। এসরকার নিজেই বাম রামদের দিয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডাকায় আবার পুলিশকে দিয়ে সে হরতাল সফলে সহযোগিতাও করায়। এমনকি বাংলাদেশের ইতিহাসে যা হয়নি ;গত ৪ এপ্রিল শুক্রবার জুমা বারে ৩৬ ঘন্টার হরতাল পালনে সহযোগিতা দিয়েছে সরকার।
তাহলে ১২ ঘন্টার জন্য ঢাকা অবরোধ করে দাবী আদায়ে সরকারকে কি আদৌ কোন চাপে ফেলা যাবে? কারণ এসরকার তো গণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে না। জনমতের কোন মূল্য নেই তাদের কাছে। থাকলে তারা এভাবে দেশকে গভীর সংকটের দিকে ঠেলে দিতে পারতো না। ফলে দেশবাসীর কাছে এটি এখন পরিষ্কার শান্তিপূর্ণ কোন কর্মসূচির মাধমে হেফাজতের ১৩ দফা দাবি আদায় সম্ভব নয়, কারণ এসরকার বামরামদের দ্বারা চরমভাবে প্রভাবিত; এসরকারের প্রাণভোমরার কৌটা বামদের হেফাজতে।। বরং কঠোর থেকে কঠোরতর কর্মসূচি দিয়ে সরকারকে দাবি আদায়ে বাধ্য করতে হবে।
হেফাজতে ইসলাম কি ৫মে ১২ ঘন্টার অবরোধ করেই ফিরে যাবে ৬ এপ্রিলের মতো মানুষকে হতাশ করে? নাকি তারা এবার কোটি কোটি তৌহিদী জনতার আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবেন?
বিষয়: বিবিধ
১৩১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন