ছিবির ছুবাপতির জন্য স্পেশাল শাড়ি ও চুরি দরকার...

লিখেছেন লিখেছেন হাদারাম ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১২:৫১:৫৮ রাত

ছিবির ছুবাপতির জন্য স্পেশাল শাড়ি ও চুরি দরকার...

বহুত-হুমকি ধমকির পর আমাগো ছিবির ছুবাপতি এহন হাতে চুরি ও গায়ে শাড়ি পরিয়া ঘড়ের মধ্যে অবস্থান নিয়েছেন। শোনা গেছে, আগামি মাস কয়েক তিনি ঘর থেকে বের হবেন না। জামায়াত নেতাদের ফাঁসি হওয়ার পর ঠিক করে যেন কবর দেয়া হয় সে দাবিতে তিনি আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। এ ক্ষেত্রে তার অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বিএনপির স্থায়ী কমিটির গাভীরা। তাহাদের পথই তিনি অনুসরণ করতে যাচ্ছেন শিবিরের এ বুড়ো নেতা।

তাহার দলে অসংখ্য নেতাকর্মী জেলে-সে নেতাকর্মীদের ছাড়িয়ে আনাটা তার কাছে বড় বিষয় না। নতুন করে যাতে নেতাকর্মী গ্রেফতার না হয় সে জন্য আত্মগোপনের কৌশল নিয়ে ব্যস্ত এ সভাপতি।

আসলে তাহারা নন্দলালের ভূমিকায় অবর্তীর্ণ হয়েছেন। জীবনটা চলে গেলে দুনিয়াতে কে বসে বসে খাবে-সে মায়ায় তারা আন্দোলন করিতে ভয় পান।

আরেকটা ব্যাপার, রাপজথে যে সব প্রাণ বলি হয় তাহার মতো সভাপতিরাতো আর হয় না। হয় চাষা-মজুর আর কুলির ছেলেরা। তাইতো তাদের রক্তের উপর দাঁড়িয়ে প্রতিপক্ষের সাথে সমঝোতা করে ফেলেন সভাপতিরা। তাহারা এসব করেন নিজেদের স্বার্থে।

আর ছিবির নেতা-কর্মীদের মান যে কোন পর্যায়ে গিয়ে পৌঁছেছে তা তাদের বর্তমান ভূমিকা থেকে বোঝা যায়!

আমি ছুবাপতিকে বলি ভেরার পাল লাখে লাখে রেখে রাভ কি?

বিষয়: বিবিধ

১১৮৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File