আওমিলীগই প্রকৃত যুদ্ধাপরাধী ??

লিখেছেন লিখেছেন মোহাইমেন ১৫ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৪৮:৩৭ রাত

ATN NEWS Documentary

ভিডিওতে আওয়ামীলীগের বর্তমান ২ জন মন্ত্রী ও একজন সাংসদ প্রত্যক্ষভাবে যুদ্ধাপরাধের সাথে জড়িত হওয়ার সাক্ষীদের বক্তব্য একটি জাতীয় মিডিয়ায় প্রমাণসহ প্রচারিত ...

একই সাথে যুদ্ধাপরাধ ( গণহত্যা , লুণ্ঠন, অগ্নিসংযোগ, ধর্ষণ) ইত্যাদির অপরাধের সাথে ইসলাম পন্থী দল না অন্য কোন রাজনৈতিক দল জড়িত তা' দেশের জেলা-উপজেলার সকল থানায় সকল তালিকা থেকে প্রমাণ সহজে আনুমেয় সচেতন মহলে , তথা নারী নির্যাতন, ধর্ষণ, খুন শিক্ষার পরিবেশ নষ্ট শিক্ষাঙ্গনে অস্রের মহড়া , শিক্ষক লাঞ্ছিত, পিলখানায় ৫২ অফিসার হত্যা, দেশের সার্বভৌম বিরোধী গোপন চুক্তি সহ অসংখ্য রাজাকারী দেশদ্রোহী কাজ প্রকাশে করে যাচ্ছে ক্ষমতাসীন দল ...

আবেগী ও দলীয় সংকীর্ণ না হয়ে একটু জানি~

যুদ্ধপরাদের বিচার সবাই চাই

কিন্তু যুদ্ধপরাদের বিচারের মান্দন্ড কি?

কেন ৩ বছরে গঠনমূলক আগ্রগতির চেয়ে বিচারকরা একের প র এক

নিজ দায়িত্তে রিজাইন করল??

যুদ্ধ ব্যপারটি একাদিক দেশের সঙ্গে সম্পৃক্ত হওয়ায় এটি একটি আন্তর্জাতিক বিষয়, তাই জাতিসংঘ, Geneva Convention , ICC(Int. Criminal court) ইত্যাদি রিকগ্নাইজ সংস্থা এরকম জগন্ন

অপরাধের বিচার পরিচালনা করে দেশীয় , Int Bar Ass. হিউম্যান রাইটস ইত্যাদি সহ ~

পৃথিবীতে এই পর্যন্ত ৫/৬ টি ওয়ার ক্রাইম কোর্ট ও ট্রাইল হয়েছে, প্রতিটিতে

জাতিসংঘের মহাসচিব বা প্রতিনিধি ছিলেন (YouTube পাবেন ভিডিও)

-The Khmer Rouge tribubal,Cambodia Jan. 18, 2006

-The International Military Tribunal in Tokyo,1941-44, was hanged in 1948

-International Criminal Tribunal Yugoslav 1993

-International Criminal Tribunal for Rwanda in 1994.

-The Special Court for Sierra Leone,1996-2002.

ওপরের প্রায় সব ট্রাইবুনাল জাতিসংঘের সেক্রেটারির সরাসরি নিয়ন্ত্রনে আন্তর্জাতিক মান, আইনুসারে পরিচালিত হয়েছিল, কিন্তু আমাদের দেশের ট্রাইবুনাল??

> The Economist

>Amnesty International

>Human rights watch

>International Bar Association

>CNN ,Al Jazeera

>Toby Cadman (World renowned war crimes expert) ~ সহ সবাই এটি মানবাধিকার লঙ্ঘন ও দেশি- আন্তর্জাতিক কোন আইন মানা হচ্ছে না তথা রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করে ইস্লামীস্টদের দমন বলে প্রতিক্রিয়া জানিয়েছেন।

http://www.facebook.com/photo.php?v=473241886063992&set=vb.289458151082214&type=2&theater

আসুন প্রপাগান্ডায় প্রভাবিত না হয়ে

নিজ দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়ন করতে শিখি ও প্রকৃত দেশদ্রোহীদের বিরুদ্ধে সোচ্চার হই ৭১ মতই — with Golam Maola Shimul, Chowdhury Golam Mawla, Tammim Wayfarer, Iqbal Bahar, Qamrul Islam, Atiqur Rahman, Mohammed Abdul Hannan, Md Nazrul Islam, Delawar Hosen Saidy, Abu Saleh Yahya and কুরআন-হাদীসের আহ্বান.

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File